সে এখনও দর্শকের কাছে পোস্ত। অভিনেতা অর্ঘ্য বসুকে এখনও অনেকেই পোস্ত নামে ডাকে। এখন সে একাদশ শ্রেণির ছাত্র। এক দিকে পড়াশোনা চলছে। অন্য দিকে আবার অভিনয়ও চালাচ্ছে পুরোদমে। সদ্য তাকে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরা অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে। নায়কের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছে তাকে। পর্দায় হালকা প্রেমের রসায়নেও দেখা গিয়েছে অর্ঘ্যকে।
ধীরে ধীরে বড় হচ্ছে অভিনেতা। এর আগে ‘দাবাড়ু’ ছবিতেও প্রেমের দৃশ্যের জায়গা ছিল। এই ছবিতেও অল্প কিছু ক্ষণের জন্য হলেও দেখা গিয়েছে হালকা প্রেমের দৃশ্যে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হলে কী ভাবে প্রস্তুতি নেয় সে? এ প্রশ্নে অর্ঘ্যের জবাব, “নিছক অভিনয় ভেবেই বিষয়টাকে নিই। আলাদা করে যে খুব একটা ভাবি কোনও দৃশ্য নিয়ে তেমন নয়। তবে কোনও কোনও ক্ষেত্রে যদি খুব অসুবিধায় পড়ি, তখন মা আছে। অনেক ক্ষেত্রেই মায়ের সাহায্য পাই। সেটাও বাড়তি সুবিধা দেয়।”
অভিনেতা এখন কমার্স নিয়ে পড়াশোনা করছে। বড়পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ়েও কাজ করার ইচ্ছা রয়েছে। কিন্তু ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয়ের ইচ্ছা নেই অর্ঘ্যর। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই সে মনোযোগ দিতে চায় পড়াশোনায়। অনেক কাজের সুযোগ আসছে। কিন্তু এখনই তাই করতে রাজি হচ্ছে না। তবে আগামী দিনে নিজেকে অভিনেতা হিসাবেই প্রতিষ্ঠিত করতে চায় অর্ঘ্য।