Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
sanya malhotra

বলিউডের এই নতুন সেনসেশনকে চেনেন?

সানিয়াকে আগে কোন ছবিতে দেখা গিয়েছিল মনে পড়ে?

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১১:০০
Share: Save:
০১ ১২
বক্স অফিসে একাই রাজত্ব করে চলেছে ‘বধাই হো’। পাঁচ সপ্তাহে দুশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি! ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন সানিয়া মলহোত্র।

বক্স অফিসে একাই রাজত্ব করে চলেছে ‘বধাই হো’। পাঁচ সপ্তাহে দুশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি! ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন সানিয়া মলহোত্র।

০২ ১২
সানিয়া মলহোত্র লাইমলাইটে আসেন আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে। প্রায় ১০ হাজার জনের মধ্যে থেকে অডিশনে সুযোগ পেয়েছিলেন তিনি।

সানিয়া মলহোত্র লাইমলাইটে আসেন আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে। প্রায় ১০ হাজার জনের মধ্যে থেকে অডিশনে সুযোগ পেয়েছিলেন তিনি।

০৩ ১২
দিল্লিতে পঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা। পড়াশোনাও সেখানেই। থিয়েটার করতেন। বাবা সুনীল ও মা রেণুর ছোট মেয়ে তিনি।

দিল্লিতে পঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা। পড়াশোনাও সেখানেই। থিয়েটার করতেন। বাবা সুনীল ও মা রেণুর ছোট মেয়ে তিনি।

০৪ ১২
২০১৩ সালে মুম্বই পাড়ি দেন। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ প্রথম ১০০তে ছিলেন তিনি। বিজ্ঞাপনী ছবিতে অভিনয় শুরু করেন। অথচ এই সানিয়ারই ছোটবেলায় কথা বলার কিছু সমস্যা ছিল।

২০১৩ সালে মুম্বই পাড়ি দেন। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ প্রথম ১০০তে ছিলেন তিনি। বিজ্ঞাপনী ছবিতে অভিনয় শুরু করেন। অথচ এই সানিয়ারই ছোটবেলায় কথা বলার কিছু সমস্যা ছিল।

০৫ ১২
ববিতা ফোগতের চরিত্রই সানিয়াকে পরিচিতি দেয়। তবে তার আগে আমির খানের প্রোডাকশনে ইন্টার্ন হিসাবে কাজ করেছেন তিনি। তাই প্রোডাকশনের বিভিন্ন কাজ, এমনকি ছবি সম্পাদনা, ভিএফএক্স সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল তিনি।

ববিতা ফোগতের চরিত্রই সানিয়াকে পরিচিতি দেয়। তবে তার আগে আমির খানের প্রোডাকশনে ইন্টার্ন হিসাবে কাজ করেছেন তিনি। তাই প্রোডাকশনের বিভিন্ন কাজ, এমনকি ছবি সম্পাদনা, ভিএফএক্স সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল তিনি।

০৬ ১২
ছবি আঁকতে খুবই ভালবাসেন সানিয়া। অসম্ভব ভালবাসেন পোষ্য।

ছবি আঁকতে খুবই ভালবাসেন সানিয়া। অসম্ভব ভালবাসেন পোষ্য।

০৭ ১২
সানিয়া ব্যালে ডান্সিংয়ে পারদর্শী। ‘বধাই হো’-তে তাঁকে দেখা গিয়েছে একটি নাচের দৃশ্যেও। প্রশংসিতও হয়েছে সেই নাচ।

সানিয়া ব্যালে ডান্সিংয়ে পারদর্শী। ‘বধাই হো’-তে তাঁকে দেখা গিয়েছে একটি নাচের দৃশ্যেও। প্রশংসিতও হয়েছে সেই নাচ।

০৮ ১২
জাতীয় কোচ কৃপাশঙ্কর বিষ্ণোইয়ের কাছে ছবির প্রয়োজনে কুস্তি শিখেছেন তিনি ও অপর ‘দঙ্গল গার্ল’ ফতিমা সানা শেখ। পরস্পরের খুব ভাল বন্ধু তাঁরা।

জাতীয় কোচ কৃপাশঙ্কর বিষ্ণোইয়ের কাছে ছবির প্রয়োজনে কুস্তি শিখেছেন তিনি ও অপর ‘দঙ্গল গার্ল’ ফতিমা সানা শেখ। পরস্পরের খুব ভাল বন্ধু তাঁরা।

০৯ ১২
দঙ্গল ছবির জন্যই এক ঢাল কোঁকড়া চুল কেটে ফেলেছিলেন সানিয়া।

দঙ্গল ছবির জন্যই এক ঢাল কোঁকড়া চুল কেটে ফেলেছিলেন সানিয়া।

১০ ১২
সানিয়ার সবচেয়ে পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা পাহাড়, বিশেষ করে মাউন্টেন বাইকিং। ইউরোপ সবচেয়ে পছন্দের জায়গা তাঁর।

সানিয়ার সবচেয়ে পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা পাহাড়, বিশেষ করে মাউন্টেন বাইকিং। ইউরোপ সবচেয়ে পছন্দের জায়গা তাঁর।

১১ ১২
পছন্দের অভিনেতা রণবীর কপূরের বিপরীতে অভিনয় করতে চান সানিয়া।

পছন্দের অভিনেতা রণবীর কপূরের বিপরীতে অভিনয় করতে চান সানিয়া।

১২ ১২
‘দঙ্গল’-এর পরে সানিয়া মলহোত্রের বড় ব্রেক ছিল ‘পটাখা’ ছবিটি। এতেও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সোনিয়া। রাজস্থানের কোনও এক ধুলোবালি মাখা অখ্যাত গ্রামের গল্প নিয়ে তৈরি ছবিটি।

‘দঙ্গল’-এর পরে সানিয়া মলহোত্রের বড় ব্রেক ছিল ‘পটাখা’ ছবিটি। এতেও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সোনিয়া। রাজস্থানের কোনও এক ধুলোবালি মাখা অখ্যাত গ্রামের গল্প নিয়ে তৈরি ছবিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE