Most loved film locations of Hollywood movies dgtl
Entertainment news
জানেন কী, বিখ্যাত হলি ছবির শুটিং হয়েছে এইসব জায়গায়?
হলি হোক বা বলি, দর্শক টানতে ছবি নির্মাতাদের তুরুপের তাস ঝাঁ চকচকে লোকেশন। জানেন কী, হলিউড ছবির বেশিরভাগ শুটিং হয় কোন কোন জায়গায়? নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ—গ্যালারির পাতায় রইল এমনই কিছু অবাক করা ফিল্ম-লোকেশনের হদিস।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
হলি হোক বা বলি, দর্শক টানতে ছবি নির্মাতাদের তুরুপের তাস ঝাঁ চকচকে লোকেশন। জানেন কী, হলিউড ছবির বেশিরভাগ শুটিং হয় কোন কোন জায়গায়? নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ—গ্যালারির পাতায় রইল এমনই কিছু অবাক করা ফিল্ম-লোকেশনের হদিস।
০২০৯
সেন্ট্রাল পার্ক, নিউ ইয়র্ক: সংবাদ সংস্থা ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানিয়েছে, কমপক্ষে ২৩১টি হলি ছবির শুটিং হয়েছে সেন্ট্রাল পার্কে। যার মধ্যে রয়েছে বক্স-অফিস হিট ছবি, ‘সুপারম্যান রিটার্নস’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘স্পাইডারম্যান ৩’, ‘মেন ইন ব্ল্যাক ২’।
০৩০৯
ভেনিস বিচ, ক্যালিফোর্নিয়া: প্রতি বছর লক্ষাধিক মানুষ ছুটি কাটাতে যান ক্যালিফোর্নিয়ার মনোরম ভেনিস সৈকতে। ছবির শুটিংয়ের জন্যও এই সৈকতের কোনও তুলনা হয় না। ‘দ্য বিগ লেবাওস্কি’, ‘হি ইস জাস্ট নট দ্যাট ইনটু ইউ’ ইত্যাদি নানা ছবির শুটিং হয়েছে এই বিচে।
০৪০৯
গ্রিনউইচ ভিলেজ, নিউ ইয়র্ক: ম্যানহাটনের পশ্চিম দিকে ছবির মতো সুন্দর জায়গা গ্রিনউইচ ভিলেজ। ‘১৩ গোয়িং অন ৩০’, ‘জুলি অ্যান্ড জুলিয়া’ ছবির শুটিং হয়েছে এখানে।
০৫০৯
টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক: ব্যস্ত মিডটাউন ম্যানহাটনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে আইকনিক টাইমস স্কোয়ার। ‘দ্য ডেভিল ওয়েরস প্রাদা’, ‘বার্ন আফটার রিডিং’-সহ একাধিক হিট ছবির শুটিং হয়েছে এখানে।
০৬০৯
ইউসিএলএ, ক্যালিফোর্নিয়া: হলিউডের একাধিক হিট ছবির শুটিং হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। ‘স্ক্রিম ২’, ‘হ্যানকক’ যার মধ্যে অন্যতম।
০৭০৯
কোনি আইল্যান্ড, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের সুসজ্জিত দ্বীপ কোনি আইল্যান্ড। ‘ব্রুকলিন’, ‘দ্য আদার গাইস’ ছবির শুটিং হয়েছে এই আইল্যান্ডে।
০৮০৯
ক্যানারি ওয়ারফ, লন্ডন: সিটি অব লন্ডনের মতোই অন্যতম বড় বাণিজ্যনগরী ক্যানারি ওয়ারফ। ‘ক্যাসিনো রয়্যাল’, ‘ব্যাটম্যান বিগিনস’-এর মতো হিট হলি ছবির শুটিং হয়েছে এখানে।
০৯০৯
বিগ বেয়ার লেক, ক্যালিফোর্নিয়া: ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ম্যাগনোলিয়া’-র মতো একাধিক হিট ছবির শুটিং হয়েছে বিগ বেয়ার লেকে।