আর মাত্র দেড় মাসের অপেক্ষা। তার পরেই এই উপমহাদেশে শুরু হবে পুরুষদের আইসিসি টি-২০ ক্রিকেটের মেগা ইভেন্ট, বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতার আসর বসায় টুর্নামেন্টের হট ফেভারিট ‘টিম ইন্ডিয়া’। ২০২৪ সালের পুনরাবৃত্তি ‘মেন ইন ব্লু’ করতে পারবে কি না, তা নিয়ে এখন থেকেই তুঙ্গে উঠেছে জল্পনা। এই আবহে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। সে দলে জায়গা পাননি অনেক তারকা ক্রিকেটার। কেমন হবে বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে গঠিত দল?
বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় প্রথমেই নাম আছে শুভমন গিলের। টেস্ট এবং এক দিনের আন্তর্জাতিকে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কিন্তু তার পরেও কুড়ি-বিশের বিশ্বকাপের দলে গিল জায়গা না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। নির্বাচকেরা অবশ্য এর জন্য তাঁর সাম্প্রতিক ফর্মকেই দায়ী করেছেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের দলেও ছিলেন না গিল।