Advertisement
০৬ মে ২০২৪
Mukti

বারাণসী থেকে ভেনিস হয়ে এ বার কোথায় ‘মুক্তি ভবন’?

২২ বছরের ছেলেটা দেশকে এমন ভাবে গৌরবান্বিত করতে পারে তা কারও ধারণা ছিল না! সে ‘কুশ’ নামের একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছিল। আর তা নিয়ে দেশময় শোরগোল পড়ে গিয়েছিল। কী করে ‘টিনেজ’ গণ্ডি পার করে এমন ছবি বানাল সে!

নৌকা যাত্রায় ‘মুক্তি ভবন’-এর পথে রাজীবের পরিবার

নৌকা যাত্রায় ‘মুক্তি ভবন’-এর পথে রাজীবের পরিবার

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১১:২৬
Share: Save:

২২ বছরের ছেলেটা দেশকে এমন ভাবে গৌরবান্বিত করতে পারে তা কারও ধারণা ছিল না!

সে ‘কুশ’ নামের একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছিল। আর তা নিয়ে দেশময় শোরগোল পড়ে গিয়েছিল। কী করে ‘টিনেজ’ গণ্ডি পার করে এমন ছবি বানাল সে!

সালটা ছিল ২০১৩। ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘কুশ’। জাতীয় পুরস্কার, ২৫টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল ওই শর্ট ফিল্মটি। শুধু তাই না। পরের বছর অস্কারে স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলোর দৌড়েও ছিল ‘কুশ’। চার বছর পরে ছবিটা একটু আলাদা। শুভাশিষ ভুটিয়ানির বয়স এখন ২৬। চলতি বছরের ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁর পূর্ণ দৈর্ঘ্যের ছবি। সিনেমার নাম ‘মুক্তি ভবন’ বা ‘হোটেল সলভেশন’।

মুক্তি ভবনের ভিতরে সহ-অভিনেতাদের সঙ্গে ললিত ভেল

বাংলা বর্ণমালার এক একটা বর্ণ আস্তে আস্তে জুড়ে যাচ্ছে ‘মুক্তি ভবন’-এ। আর সেগুলো একেবারে পর পরই আসছে। ‘ব’-এ বারাণসী, এখানে ছবিটির শুটিং হয়েছে। তার পর আসছে ‘ভ’, গত বছর ৭৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করেছে ‘মুক্তি ভবন’। আর এখন ‘ম’। মুক্তি পেতে চলেছে ‘মুক্তি ভবন’।

আরও পড়ুন- বয়স লুকিয়েছেন শাহরুখ খান!

আজ অবধি কোনও ভারতীয় সিনেমার জন্য বিদেশের দর্শক সিনেমার হলে দশ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন কিনা শোনা যায় না। ‘মুক্তি ভবন’ এর জন্য ভেনিসের দর্শক টানা দশ মিনিট ধরে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিয়েছেন। গত বছরে ‘মুক্তি ভবন’ ইউনেস্কোর পুরস্কারও পায়। সঙ্গে বুসান চলচ্চিত্র উৎসব, দুবাই চলচ্চিত্র উৎসব, গুটেনবার্গ-সুইডেন চলচ্চিত্র উৎসব এবং আরও বেশ কিছু চলচ্চিত্র উৎসবে চরম প্রশংসিত হয় এই ছবি।

শুটিংয়ের ফাঁকে প্রযোজক এবং পরিচালক (বাঁ দিক থেকে)

মূল চরিত্রে অভিনয় করছেন আদিল হুসেন এবং তাঁর বাবার চরিত্রে ললিত ভেল। ললিত ভেল এর আগে ‘তিতলি’ ছবিতে অভিনয় করেছিলেন। এ ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন মরাঠী অভিনেত্রী গিতাঞ্জলি কুলকার্নী, পালোমি ঘোষ, নবীন্দ্র ভেল এবং অনিল কে রস্তোগি। সুভাষ ভুটিয়ানির এই ছবিটি প্রযোজনা করেছেন সঞ্জয় ভুটিয়ানি এবং সাজিদা শর্মা।

দেখুন সেই ভিডিও

আরও পড়ুন- অমিতাভ-জয়া নাকি আলাদা থাকেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE