তিনি কি অন্তঃসত্ত্বা?
আরও পড়ুন, ফের বিয়ে করবেন? কী বলেন কল্কি
বলি অভিনেত্রী নার্গিস ফকরিকে নিয়ে কয়েক দিন ধরেই এ হেন জল্পনা চলছিল ইন্ডাস্ট্রিতে। কখনও বিমানবন্দরে পাপারাত্জিদের থেকে মুখ লুকোতে দেখা গিয়েছে নায়িকাকে। কখনও বা তাঁর চেহারা দেখে বেবি বাম্প নিয়ে সন্দেহ বেড়েছে। এ বার সোশ্যাল মিডিয়ায় এ হেন যাবতীয় গসিপের উত্তর দিলেন নার্গিস।
আরও পড়ুন, ‘ককপিট’-এ আতিফের গানে দেব-রুক্মিণীর রোম্যান্স
ওয়েব দুনিয়ায় নার্গিস লেখেন ‘আমি আপনাদের জন্য কাজ করব। আর হ্যাঁ আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই।’ নিজের ছবি শেয়ার করে রসিকতা করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন বেশি খাওয়ার জন্য তাঁর ওজন বেড়েছে। কিন্তু প্রেগন্যান্সির খবর গোটাটাই গুজব। তা হলে বিমানবন্দরে ফটোগ্রাফারদের দেখে কেন মুখ লুকিয়েছিলেন নার্গিস? না! এ প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। তবে এই মুহূর্তে ফোকাসে কেরিয়ার তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। !
BREAKING NEWS! pic.twitter.com/xQesGX75Yi
— Nargis (@NargisFakhri) August 26, 2017
ওয়েব দুনিয়ায় নার্গিস লেখেন ‘আমি আপনাদের জন্য কাজ করব। আর হ্যাঁ আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই।’ নিজের ছবি শেয়ার করে রসিকতা করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন বেশি খাওয়ার জন্য তাঁর ওজন বেড়েছে। কিন্তু প্রেগন্যান্সির খবর গোটাটাই গুজব। তা হলে বিমানবন্দরে ফটোগ্রাফারদের দেখে কেন মুখ লুকিয়েছিলেন নার্গিস? না! এ প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। তবে এই মুহূর্তে ফোকাসে কেরিয়ার তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।