National award winning Indian movies going to be screened in KIFF 2017 dgtl
Entertainment News
ফিল্ম ফেস্টিভ্যালে এ বার কোন কোন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি
আগামী শুক্রবার থেকে শুরু হবে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাতদিন ধরে ভারতীয় কোন কোন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি দেখানো হবে জানেন তো?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ১৯:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
আগামী শুক্রবার থেকে শুরু হবে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাতদিন ধরে ভারতীয় কোন কোন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি দেখানো হবে জানেন তো? কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ রয়েছে তালিকায়। অভিনয় করেছেন জয়া এহসান, আবীর চট্টোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে।
০২০৯
মরাঠি ছবি ‘দশক্রিয়া’ দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে। পরিচালক সন্দীপ ভালচন্দ্র পাতিল। সেরা মরাঠি ছবির জাতীয় পুরস্কার পেয়েছে এই ছবি।
০৩০৯
অসমিয়া ছবি ‘হান্দুক’ রয়েছে তালিকায়। পরিচালক জাইছেং জাই দহুতিয়ার এই ছবি জাতীয় পুরস্কারের পাশাপাশি মুম্বই চলচ্চিত্র উৎসবেও পেয়েছে গ্র্যান্ড জুরি পুরস্কার।
০৪০৯
তামিল ছবি ‘জোকার’ দেখানো হবে। পরিচালক রাজু মুরুগান। ছবিটি শেষ হয় আসলে জোকার কে এই প্রশ্ন তুলে দিয়ে।
০৫০৯
কোঙ্কনী ছবি ‘কে সেরা সেরা’ তালিকায় রয়েছে। পরিচালক রাজীব শিন্ডে। সেরা কোঙ্কনী ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে এটি।
০৬০৯
টুলু ভাষায় তৈরি ছবি ‘মাদিপু’ দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। কন্নড় ছবিতে ১৫ বছর ধরে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন পরিচালক চেতন মুন্ডাডি। তাঁরই ছবি ‘মাদিপু’।
০৭০৯
মালয়ালী ছবি ‘মাহেশিন্তে প্রতিকরম’ ছবিটি দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে। পরিচালক দীলিশ পোথান। এটিও সেরা মালয়ালী ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে।
০৮০৯
অসমিয়া ছবি ‘মাজ রাতি কেতেকি’ও রয়েছে এ বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির তালিকায়। পরিচালক শান্ত্বনা বরদোলই।
০৯০৯
তালিকায় রয়েছে সোনম কপূরের ‘নীরজা’ ছবিটিও। পরিচালক রাম মাধবনী। এই ছবিটি সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়াও রয়েছে ‘পেল্লি চপুলু’, ‘রঙ সাইড রাজু’ এবং ‘রিসার্ভেশন’ নামের ছবি।