Advertisement
১৬ জানুয়ারি ২০২৬
star kids

এই স্টার কিডদের সম্পত্তির পরিমাণ কত জানেন?

এদের কারও বয়স তিন, কারও পাঁচ, কারও বা দশ। এই বয়সেই এদের মোট সম্পত্তির পরিমাণ দেশের নামকরা শিল্পপতিদেরও লজ্জায় ফেলে দেবে। এরা প্রত্যেকেই বলিউডের স্টার কিড। দেখে নেওয়া যাক এদেরই কয়েক জনের সম্পত্তির পরিমাণ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১২:২৭
Share: Save:
০১ ১৩
এদের কারও বয়স তিন, কারও পাঁচ, কারও বা দশ। এই বয়সেই এদের মোট সম্পত্তির পরিমাণ দেশের নামকরা শিল্পপতিদেরও লজ্জায় ফেলে দেবে। এরা প্রত্যেকেই বলিউডের স্টার কিড। দেখে নেওয়া যাক এদেরই কয়েক জনের সম্পত্তির পরিমাণ।

এদের কারও বয়স তিন, কারও পাঁচ, কারও বা দশ। এই বয়সেই এদের মোট সম্পত্তির পরিমাণ দেশের নামকরা শিল্পপতিদেরও লজ্জায় ফেলে দেবে। এরা প্রত্যেকেই বলিউডের স্টার কিড। দেখে নেওয়া যাক এদেরই কয়েক জনের সম্পত্তির পরিমাণ।

০২ ১৩
আরাধ্যা বচ্চন, বয়স সাত। বাবা অভিষেক বচ্চন, মা ঐশ্বর্যা রাই বচ্চন, দাদু অমিতাভ বচ্চন, ঠাকুরমা জয়া বচ্চন। আরাধ্যার সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকার কাছাকাছি, বলছে বলি সূত্র।

আরাধ্যা বচ্চন, বয়স সাত। বাবা অভিষেক বচ্চন, মা ঐশ্বর্যা রাই বচ্চন, দাদু অমিতাভ বচ্চন, ঠাকুরমা জয়া বচ্চন। আরাধ্যার সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকার কাছাকাছি, বলছে বলি সূত্র।

০৩ ১৩
হৃদান ও রেহান রোশন, হৃত্বিক রোশন ও সুজান খানের দুই সন্তান। বয়স ১২। বাবা, মা তো বটেই, দুই দাদুও তাদের নামে বিপুল সম্পত্তি রেখেছেন বলে শোনা যায়। দুই ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকারও বেশি।

হৃদান ও রেহান রোশন, হৃত্বিক রোশন ও সুজান খানের দুই সন্তান। বয়স ১২। বাবা, মা তো বটেই, দুই দাদুও তাদের নামে বিপুল সম্পত্তি রেখেছেন বলে শোনা যায়। দুই ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকারও বেশি।

০৪ ১৩
কাজল ও অজয় দেবগণের ছেলে আট বছর বয়সি যুগ দেবগণের নামেই নাকি স্বামী-স্ত্রী মিলে ২১৩ কোটি টাকার সম্পত্তি রেখেছেন।

কাজল ও অজয় দেবগণের ছেলে আট বছর বয়সি যুগ দেবগণের নামেই নাকি স্বামী-স্ত্রী মিলে ২১৩ কোটি টাকার সম্পত্তি রেখেছেন।

০৫ ১৩
বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরী খান সারোগেসি পদ্ধতিতে বাবা-মা হয়েছেন কয়েক বছর আগে। তাঁদের তৃতীয় সন্তান আব্রাম। চার বছর বয়সি শাহরুখ পুত্রের সম্পত্তির পরিমাণ নাকি প্রায় এক হাজার কোটি টাকা।

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরী খান সারোগেসি পদ্ধতিতে বাবা-মা হয়েছেন কয়েক বছর আগে। তাঁদের তৃতীয় সন্তান আব্রাম। চার বছর বয়সি শাহরুখ পুত্রের সম্পত্তির পরিমাণ নাকি প্রায় এক হাজার কোটি টাকা।

০৬ ১৩
সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের সন্তান বছর সাতের শাহরান দত্ত ও ইকরা দত্তের সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯১ কোটি।

সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের সন্তান বছর সাতের শাহরান দত্ত ও ইকরা দত্তের সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯১ কোটি।

০৭ ১৩
ইন্টারনেটে সবচেয়ে ভাইরাল যে খুদে, তিনি সম্ভবত তৈমুর আলি খান। বাবা সইফ আলি খান, মা করিনা কপূর খান। ১৮ বছর বয়সে সে হবে ৮০০ কোটির পতৌদি প্যালেসের মালিক। এ ছাড়াও এখনই নাকি বাবা-মা মিলে তাঁর নামে প্রায় ৮০০ কোটির সম্পত্তি রেখেছেন!

ইন্টারনেটে সবচেয়ে ভাইরাল যে খুদে, তিনি সম্ভবত তৈমুর আলি খান। বাবা সইফ আলি খান, মা করিনা কপূর খান। ১৮ বছর বয়সে সে হবে ৮০০ কোটির পতৌদি প্যালেসের মালিক। এ ছাড়াও এখনই নাকি বাবা-মা মিলে তাঁর নামে প্রায় ৮০০ কোটির সম্পত্তি রেখেছেন!

০৮ ১৩
আজাদ খান। বয়স সাত। আমির খান ও কিরণ রাওয়ের সন্তান। সারোগেসি পদ্ধতিতে পৃথিবীর আলো দেখেছে আজাদ। বাবা ও মায়ের তরফ মিলে তাঁর সম্পত্তির পরিমাণ নাকি প্রায় হাজার কোটি

আজাদ খান। বয়স সাত। আমির খান ও কিরণ রাওয়ের সন্তান। সারোগেসি পদ্ধতিতে পৃথিবীর আলো দেখেছে আজাদ। বাবা ও মায়ের তরফ মিলে তাঁর সম্পত্তির পরিমাণ নাকি প্রায় হাজার কোটি

০৯ ১৩
সায়রা দত্ত, নামটা চেনা চেনা লাগছে? বলিউড অভিনেত্রী লারা দত্ত ও টেনিস তারকা মহেশ ভূপতির মেয়ে সায়রা। ছয় বছরের সারার নামে নাকি প্রায় ৫৭ কোটি টাকার সম্পত্তি রেখেছেন তাঁর বাবা-মা

সায়রা দত্ত, নামটা চেনা চেনা লাগছে? বলিউড অভিনেত্রী লারা দত্ত ও টেনিস তারকা মহেশ ভূপতির মেয়ে সায়রা। ছয় বছরের সারার নামে নাকি প্রায় ৫৭ কোটি টাকার সম্পত্তি রেখেছেন তাঁর বাবা-মা

১০ ১৩
মা অভিনেত্রী আসিন, বাবা মাইক্রোম্যাক্সের সিইও রাহুল শর্মা। আসিন ও রাহুলের দেড় বছরের কন্যাসন্তান আরিনের সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকারও বেশি।

মা অভিনেত্রী আসিন, বাবা মাইক্রোম্যাক্সের সিইও রাহুল শর্মা। আসিন ও রাহুলের দেড় বছরের কন্যাসন্তান আরিনের সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকারও বেশি।

১১ ১৩
বলিউড পরিচালক কর্ণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি। তাঁরাও পৃথিবীর আলো দেখেছে সারোগেসি পদ্ধতিতেই। বলি সূত্র বলছে, আড়াই বছর বয়সি দুই ভাই-বোনের সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকার কাছাকাছি।

বলিউড পরিচালক কর্ণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি। তাঁরাও পৃথিবীর আলো দেখেছে সারোগেসি পদ্ধতিতেই। বলি সূত্র বলছে, আড়াই বছর বয়সি দুই ভাই-বোনের সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকার কাছাকাছি।

১২ ১৩
ভিয়ান রাজ কুন্দ্রার বয়স ছয়, মা শিল্পা শেট্টি ও বাবা রাজ কুন্দ্রার আদরের সন্তানের সম্পত্তির পরিমাণ নাকি হাজার কোটির কাছাকাছি।

ভিয়ান রাজ কুন্দ্রার বয়স ছয়, মা শিল্পা শেট্টি ও বাবা রাজ কুন্দ্রার আদরের সন্তানের সম্পত্তির পরিমাণ নাকি হাজার কোটির কাছাকাছি।

১৩ ১৩
তুষার কপূরের ছেলে লক্ষ্য কপূর। সারোগেসি পদ্ধতিতে সিঙ্গল ফাদার হয়েছেন তুষার। তাঁর ছেলের সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উপরে।

তুষার কপূরের ছেলে লক্ষ্য কপূর। সারোগেসি পদ্ধতিতে সিঙ্গল ফাদার হয়েছেন তুষার। তাঁর ছেলের সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উপরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy