Advertisement
০৩ মে ২০২৪
Amitabh Bachchan

সিনিয়র বচ্চনের হাতে লেখা চিঠি পাওয়ার সৌভাগ্য হয়েছে যাঁদের

পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স মানেই মিস্টার বচ্চনের থেকে একটা বাহবা। হ্যাঁ, নতুনদের মনোবল আরও একটু বাড়িয়ে দিতে এ ভাবেই অ্যাক্টিভ থাকেন অমিতাভ বচ্চন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ০৯:৩৩
Share: Save:
০১ ১০
পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স মানেই মিস্টার বচ্চনের থেকে একটা বাহবা। হ্যাঁ, নতুনদের মনোবল আরও একটু বাড়িয়ে দিতে এ ভাবেই অ্যাক্টিভ থাকেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়া তো রয়েইছে, কখনও আবার খোলা চিঠি দিয়েও নতুন মুখগুলোর অভিনয়ের প্রশংসা করে থাকেন। আর এমন দ্বরাজ মনের জন্যই তো তিনি বলিউডের ‘শাহেনশা’। ইদানিং কালের বহু অভিনেতাকেই চিঠি পাঠিয়ে তাঁদের অভিনয়ের সুখ্যাতি করে থাকেন অমিতাভ বচ্চন। সেই তালিকাটাই এক নজরে দেখে নেওয়া যাক।

পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স মানেই মিস্টার বচ্চনের থেকে একটা বাহবা। হ্যাঁ, নতুনদের মনোবল আরও একটু বাড়িয়ে দিতে এ ভাবেই অ্যাক্টিভ থাকেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়া তো রয়েইছে, কখনও আবার খোলা চিঠি দিয়েও নতুন মুখগুলোর অভিনয়ের প্রশংসা করে থাকেন। আর এমন দ্বরাজ মনের জন্যই তো তিনি বলিউডের ‘শাহেনশা’। ইদানিং কালের বহু অভিনেতাকেই চিঠি পাঠিয়ে তাঁদের অভিনয়ের সুখ্যাতি করে থাকেন অমিতাভ বচ্চন। সেই তালিকাটাই এক নজরে দেখে নেওয়া যাক।

০২ ১০
‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন রণবীর সিংহ। নজর কেড়েছিলেন সিনিয়র বচ্চনেরও। খোলা চিঠিতে রণবীরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। সঙ্গে ফুলের তোড়াও পাঠিয়েছিলেন। আর রণবীর সেই উন্মাদনা ধরে রাখতে না পেরে ইনস্টাগ্রামে লিখেছিলেন ‘আমার পুরস্কারটা আমি পেয়ে গিয়েছি।’

‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন রণবীর সিংহ। নজর কেড়েছিলেন সিনিয়র বচ্চনেরও। খোলা চিঠিতে রণবীরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। সঙ্গে ফুলের তোড়াও পাঠিয়েছিলেন। আর রণবীর সেই উন্মাদনা ধরে রাখতে না পেরে ইনস্টাগ্রামে লিখেছিলেন ‘আমার পুরস্কারটা আমি পেয়ে গিয়েছি।’

০৩ ১০
দীপিকার অভিনয়ও নাড়িয়ে দিয়েছিল অমিতাভকে। ছবি সেই ‘পদ্মাবত’। চিঠিতেই দীপিকার অভিনয়ের প্রশংসা করেছিলেন মিস্টার বচ্চন। তবে সোশ্যাল মিডিয়ায় থ্যাঙ্ক ইউ নোট জানাতেও ভোলেননি বাবার ‘পিকু’।

দীপিকার অভিনয়ও নাড়িয়ে দিয়েছিল অমিতাভকে। ছবি সেই ‘পদ্মাবত’। চিঠিতেই দীপিকার অভিনয়ের প্রশংসা করেছিলেন মিস্টার বচ্চন। তবে সোশ্যাল মিডিয়ায় থ্যাঙ্ক ইউ নোট জানাতেও ভোলেননি বাবার ‘পিকু’।

০৪ ১০
‘দম লাগাকে হাইশা’ ছবিতে এক্কেবারে ঘরোয়া লুকেই ধরা দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। আর সেই ঘরোয়া লুকই পাগল করে দিয়েছিল অনেককেই। সেই তালিকায় ছিলেন সিনিয়র বচ্চনও। খোলা চিঠিও লিখেছিলেন আয়ুস্মানকে। সেখানে তাঁর অভিনয়ের ধরন, কথা বলার ধরণ এই সব কিছুরই প্রশংসা করেছিলেন অমিতাভ বচ্চন। আর চিঠির উত্তরে আয়ুষ্মান লিখেছিলেন ‘আমাকে লেখা বচ্চন সাবের এই চিঠি সব সময় সঙ্গে রেখে দেব।’

‘দম লাগাকে হাইশা’ ছবিতে এক্কেবারে ঘরোয়া লুকেই ধরা দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। আর সেই ঘরোয়া লুকই পাগল করে দিয়েছিল অনেককেই। সেই তালিকায় ছিলেন সিনিয়র বচ্চনও। খোলা চিঠিও লিখেছিলেন আয়ুস্মানকে। সেখানে তাঁর অভিনয়ের ধরন, কথা বলার ধরণ এই সব কিছুরই প্রশংসা করেছিলেন অমিতাভ বচ্চন। আর চিঠির উত্তরে আয়ুষ্মান লিখেছিলেন ‘আমাকে লেখা বচ্চন সাবের এই চিঠি সব সময় সঙ্গে রেখে দেব।’

০৫ ১০
এক নাগাড়ে ছবি করে চলেছেন রাজকুমার রাও। এক দিকে সমালোচকরা প্রশংসা করে চলেছেন। অন্য দিকে দর্শক থেকে বলিউডের তারকারাও অভিভূত তাঁর অভিনয় দেখে। যেমনটা হয়েছে মিস্টার বচ্চনের ক্ষেত্রেও। ‘বরেলি কি বরফি’ ছবিতে রাজকুমারের অভিনয় দেখে তাঁর ফ্যান হয়ে গিয়েছেন বচ্চন সাহেব। চিঠি দিয়ে জানিয়েও দিয়েছিলেন সে কথা।

এক নাগাড়ে ছবি করে চলেছেন রাজকুমার রাও। এক দিকে সমালোচকরা প্রশংসা করে চলেছেন। অন্য দিকে দর্শক থেকে বলিউডের তারকারাও অভিভূত তাঁর অভিনয় দেখে। যেমনটা হয়েছে মিস্টার বচ্চনের ক্ষেত্রেও। ‘বরেলি কি বরফি’ ছবিতে রাজকুমারের অভিনয় দেখে তাঁর ফ্যান হয়ে গিয়েছেন বচ্চন সাহেব। চিঠি দিয়ে জানিয়েও দিয়েছিলেন সে কথা।

০৬ ১০
রণদীপ হুডার ফিল্মি কেরিয়রে সেরা অভিনয়ের নিরিখে ‘সর্বজিৎ’ এর নামই বোধ হয় সর্বাগ্রে আসবে। আর তাই তো একদিন সক্কাল সক্কাল অমিতাভ বচ্চনের চিঠিটা পেয়ে কিছুটা ‘ইউরেকা’ লাভের মতোই দশা হয়ে গিয়েছিল রণদীপ হুডার। রণদীপকে ফুলের তোড়াও পাঠিয়েছিলেন মিস্টার বচ্চন। খোদ বচ্চনের কাছ থেকে নিজের এমন প্রশংসার কথা পড়ে আর থাকতে না পেরে আহ্লাদে গদগদ রণদ্বীপ তখনই সোশ্যাল মিডিয়ায় নিজের সব ভক্তদের সেই চিঠির কথা জানিয়ে দেন।

রণদীপ হুডার ফিল্মি কেরিয়রে সেরা অভিনয়ের নিরিখে ‘সর্বজিৎ’ এর নামই বোধ হয় সর্বাগ্রে আসবে। আর তাই তো একদিন সক্কাল সক্কাল অমিতাভ বচ্চনের চিঠিটা পেয়ে কিছুটা ‘ইউরেকা’ লাভের মতোই দশা হয়ে গিয়েছিল রণদীপ হুডার। রণদীপকে ফুলের তোড়াও পাঠিয়েছিলেন মিস্টার বচ্চন। খোদ বচ্চনের কাছ থেকে নিজের এমন প্রশংসার কথা পড়ে আর থাকতে না পেরে আহ্লাদে গদগদ রণদ্বীপ তখনই সোশ্যাল মিডিয়ায় নিজের সব ভক্তদের সেই চিঠির কথা জানিয়ে দেন।

০৭ ১০
কঙ্গনার জন্য অমিতাভ দুটি ফুলের তোড়া এবং দুটি চিঠি পাঠিয়েছিলেন। অবাক লাগছে তাই তো? আসলে ‘তনু ওয়েডস্ মনু রিটার্নস’ ছবিতে কঙ্গনার ডবল রোল ছিল। আর দুটো চরিত্রই এক্কেবারে ভিন্ন ডাইমেনশনের। তাতে বচ্চনের কি বা করার আছে? কামাল তো কঙ্গনাই করেছেন ডাবল রোলে ডাবল ধমাকা দিয়ে। তনু চরিত্রের জন্য একটি আবার দাত্তো চরিত্রের জন্য একটি চিঠি পেয়েছিলেন কঙ্গনা। তবে চরিত্রদুটি ভিন্নধর্মী হওয়ার কারণে অমিতাভের কঙ্গনার অভিনয়ের গুণগান গাওয়ার ধরণটাও ছিল ভিন্ন।

কঙ্গনার জন্য অমিতাভ দুটি ফুলের তোড়া এবং দুটি চিঠি পাঠিয়েছিলেন। অবাক লাগছে তাই তো? আসলে ‘তনু ওয়েডস্ মনু রিটার্নস’ ছবিতে কঙ্গনার ডবল রোল ছিল। আর দুটো চরিত্রই এক্কেবারে ভিন্ন ডাইমেনশনের। তাতে বচ্চনের কি বা করার আছে? কামাল তো কঙ্গনাই করেছেন ডাবল রোলে ডাবল ধমাকা দিয়ে। তনু চরিত্রের জন্য একটি আবার দাত্তো চরিত্রের জন্য একটি চিঠি পেয়েছিলেন কঙ্গনা। তবে চরিত্রদুটি ভিন্নধর্মী হওয়ার কারণে অমিতাভের কঙ্গনার অভিনয়ের গুণগান গাওয়ার ধরণটাও ছিল ভিন্ন।

০৮ ১০
প্রশংসার গাড়িটা এখানেই থেমে থাকেনি কঙ্গনার ক্ষেত্রে। কুইন ছবির জন্য তো আবার বিগ বি হিন্দিতে একটি কবিতা লিখে পাঠিয়েছিলেন। কঙ্গনার তাতে একটা সুবিধা হয়েছিল। তাঁর মা-বাবা আবার ইংরেজির বিন্দুবিসর্গ কিছুই বোঝেন না। হিন্দি কবিতাটা পড়ে মেয়ের অভিনয় সত্ত্বাটা তাঁদের চোখের সামনে যেন ভেসে উঠেছিল।

প্রশংসার গাড়িটা এখানেই থেমে থাকেনি কঙ্গনার ক্ষেত্রে। কুইন ছবির জন্য তো আবার বিগ বি হিন্দিতে একটি কবিতা লিখে পাঠিয়েছিলেন। কঙ্গনার তাতে একটা সুবিধা হয়েছিল। তাঁর মা-বাবা আবার ইংরেজির বিন্দুবিসর্গ কিছুই বোঝেন না। হিন্দি কবিতাটা পড়ে মেয়ের অভিনয় সত্ত্বাটা তাঁদের চোখের সামনে যেন ভেসে উঠেছিল।

০৯ ১০
ইমরান হাশমির অভিনয় নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর বাস্তব জীবনটা বেশ কিছুদিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল। কারণ পুত্র অয়ন। ক্যানসারের মতো রোগের সঙ্গে এক সময় ছোট্ট অয়নকে লড়াই করতে হচ্ছিল। আর তা নিয়ে ইমরান হাশমি একটি বইও লিখে ফেলেছিলেন। সে দিকেও নজর ছিল অমিতাভ বচ্চনের। ছোট্ট অয়নের জন্য চিঠি লেখেন বিগ বি।

ইমরান হাশমির অভিনয় নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর বাস্তব জীবনটা বেশ কিছুদিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল। কারণ পুত্র অয়ন। ক্যানসারের মতো রোগের সঙ্গে এক সময় ছোট্ট অয়নকে লড়াই করতে হচ্ছিল। আর তা নিয়ে ইমরান হাশমি একটি বইও লিখে ফেলেছিলেন। সে দিকেও নজর ছিল অমিতাভ বচ্চনের। ছোট্ট অয়নের জন্য চিঠি লেখেন বিগ বি।

১০ ১০
সুশান্ত সিংহ রাজপুতও বচ্চন সাহেবের নজর এড়িয়ে যেতে পারেননি। মহেন্দ্র সিংহ ধোনি ছবিতে সুশান্তের পাওয়ার প্যাক্ট পারফরম্যান্সের দিওয়ানা হয়েছিলেন অনেকেই। দিওয়ানা হয়েছিলেন অমিতাভ বচ্চনও। সেই একই কায়দায় ফুলের তোড়া আর চিঠি পাঠিয়ে সুশান্তকে সে কথা জানিয়েও ছিলেন মিস্টার বচ্চন।

সুশান্ত সিংহ রাজপুতও বচ্চন সাহেবের নজর এড়িয়ে যেতে পারেননি। মহেন্দ্র সিংহ ধোনি ছবিতে সুশান্তের পাওয়ার প্যাক্ট পারফরম্যান্সের দিওয়ানা হয়েছিলেন অনেকেই। দিওয়ানা হয়েছিলেন অমিতাভ বচ্চনও। সেই একই কায়দায় ফুলের তোড়া আর চিঠি পাঠিয়ে সুশান্তকে সে কথা জানিয়েও ছিলেন মিস্টার বচ্চন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE