চরিত্রের তাগিদে ‘যা-খুশি’ সাজতে দ্বিধা বোধ করেন না জাঁদরেল অভিনেতারা। যেমন এই অভিনেত্রী। আসন্ন ছবির জন্য ‘মাথা কামিয়ে’ ফেলেছেন ইনি। আর এই কারণে অভিনেত্রী এখন ‘টক অব দ্য টাউন’। তাঁর এমন কাণ্ডকারখানা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চাও বিস্তর। কী এমন ছবি, ছবির বিশেষত্বই বা কী, সে সবকিছুই জেনে নেওয়া যাক একনজরে।