রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী-ঋত্বিক অভিনীত ‘পরিণীতা’ কিছু দিন আগেই বক্স অফিসে অভাবনীয় সাফল্য লাভ করেছে। এরই মধ্যে রাজের পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’-র কাজও প্রায় অনেকটাই শেষ। দশমীতে রোশন-শ্রাবন্তী, পায়েল সহ এক গুচ্ছ তারার সঙ্গে ওই তারকা জুটি সিঁদুর খেলায় মাতলেও শুধু নিজেদের জন্য সময় মিলছিল না কিছুতেই। অবশেষে মিলেছে, আর তাঁরাও পাড়ি দিয়েছেন সুদূর আফ্রিকায়।