Advertisement
০৪ মে ২০২৪
Sanjeev Shrivastava

‘আমায় এত ভাল নকল কোনও নায়কও করতে পারেনি’

মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা সঞ্জীব পেশায় অধ্যাপক। কলেজে ছাত্রদের ইলেট্রনিক্সের পাঠ দেন, আর বাড়িতে সুযোগ পেলেই গোবিন্দার হিট গানগুলির সঙ্গে একটু কোমর দুলিয়ে নেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুন ২০১৮ ১১:০০
Share: Save:

তাঁর নাচে ভুবন মাতোয়ারা। সম্প্রতি তিনিই সোশ্যাল মিডিয়ার নতুন ‘স্টাইল আইকন’, বা ‘ডান্স আইকন’ বললেও ভুল হয় না। গোবিন্দার স্টাইলে নেচে বছর ছেচল্লিশের সঞ্জীব শ্রীবাস্তব এখন নেটদুনিয়ার নতুন ‘হিরো নম্বর ১’। গোটা দেশ এখন যাঁকে ‘ডান্সিং আঙ্কল’ নামেই চেনে৷

মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা সঞ্জীব পেশায় অধ্যাপক। কলেজে ছাত্রদের ইলেট্রনিক্সের পাঠ দেন, আর বাড়িতে সুযোগ পেলেই গোবিন্দার হিট গানগুলির সঙ্গে একটু কোমর দুলিয়ে নেন। কারণ, কিশোর বয়স থেকেই তিনি গোবিন্দার ভক্ত। গোবিন্দার গান তিনি গুনগুন করেন, তাঁর নাচের স্টাইল নকল করেন নিখুঁত ভাবেই। গোবিন্দা-রবিনা টন্ডনের একটি ছবিও নাকি বাদ যায়নি তাঁর পছন্দের তালিকা থেকে।

এ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে বিস্ফোরণটা ঘটল গত মাসের ১২ তারিখ একটা অনুষ্ঠানে গিয়ে। গোবিন্দার ‘খুদগর্জ’ সিনেমার জনপ্রিয় গান ‘আপকে আ জানে সে’-এর সঙ্গে কয়েকটা ডান্স স্টেপ করেছিলেন সঞ্জীব। তাঁর সেই নাচের স্টেপগুলিই ভিডিওবন্দি হয়ে ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। আর তাতেই কেল্লাফতে! হু হু করে বাড়তে থাকে লাইক ও কমেন্ট। এই বয়সে সঞ্জীবের ফিটনেস ও নাচের স্টাইল দেখে হতভম্ব গোটা দেশ। নেটিজেনদের মতে, গোবিন্দার প্রতিটি স্টেপ ও মুভমেন্ট নিখুঁত ভাবে করেছেন সঞ্জীব। সেই একই নাচের কায়দা, একই রকম এক্সপ্রেশন।

সঞ্জীব শ্রীবাস্তবের নাচের সঙ্গে তাল মিলিয়েছেন তাঁর স্ত্রীও। দেখুন ভিডিয়ো:

শুধু সোশ্যাল মিডিয়া ভিউয়ারেরাই নয় সঞ্জীবের নাচের প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড। টুইটারে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন অর্জুন কপূর, রবিনা টন্ডন, অনুষ্কা শর্মা, দিয়া মির্জা, সন্ধ্যা মেনন। তবে সবচেয়ে বড় প্রশংসাটা তিনি পেয়েছেন বলিউডের ‘স্ট্রিট ডান্সার’ গোবিন্দার থেকে। সম্প্রতি, লন্ডন থেকে ফোনে একটি সংবাদ সংস্থাকে গোবিন্দা জানিয়েছেন, তিনি নিজে ওই ভিডিও দেখেছেন এবং সঞ্জীবের নাচ দেখে তিনি আপ্লুত। তাঁর কথায়, “আমার নাচের স্টেপ বলিউডের অন্তত আধ ডজন নায়ক নকল করেছেন। কিন্তু সঞ্জীবের চেয়ে ভাল কেউ করেননি। সবটাই তিনি মন থেকে এবং আনন্দের সঙ্গে করেছেন।”

সঞ্জীবের নাচের ভিডিয়ো দেখে প্রশংসা করেছেন বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দাও।

বয়সটা যে কোনও বাধাই হতে পারে না সেটাও মানছেন ্অভিনেতা। তাঁর কথায়, ‘‘নাচের কোনও বয়স হয় না। যেটা হৃদয় থেকে আসে, অনুভূূতি দিয়ে করা যায়, তার মূল্য অনেক। যখন তিনি (সঞ্জীব) নাচছিলেন বোঝাই যাচ্ছিল নিছক বাহবা পাওয়ার জন্য সেটা করছিলেন না, কাজটাতে তিনি আনন্দ পাচ্ছিলেন তাই করছিলেন। পুরোপুরিই বিষয়টিতে তিনি ডুবে গিয়েছিলেন, যেটা আসল প্রশংসনীয়।’’

তবে, ‘ডান্সিং আঙ্কল’-এর জনপ্রিয়তা শুধু সোশ্যাল মিডিয়া ও বলিউডেই থেমে থাকেনি। তাঁর নাচের প্রশংসা করেছেন খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও৷ মধ্যপ্রদেশের বিদিশা পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে৷

হোয়াটস্অ্যাপ, ফেসবুক থেকে টুইটার— গত কয়েক দিন ধরেই রীতিমতো ভাইরাল সঞ্জীবের ওই নাচের ভিডিয়ো। ছাপোষা জীবন থেকে হঠাৎ করেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসে কী বলছেন অধ্যাপক? গোটা বিষয়টিতেই নাকি একই সঙ্গে তিনি অবাক ও আপ্লুত। বলেছেন, “ভাবতেই পারিনি, আমার নাচের ভিডিয়ো এ ভাবে ভাইরাল হয়ে যাবে। এতটা ভালবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমি গোবিন্দার অন্ধ ভক্ত, ১৯৮২ সাল থেকে তাঁর গানের সঙ্গে নাচছি। আশা করি, এ বার আরও অনেক সুযোগ পাব।’’ তবে, সঞ্জীবের আরও একটি পুরনো ভিডিয়ো নাকি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে গোবিন্দার ‘পার্টনার’ সিনেমার ‘সোনি দে নখড়ে’ গানের সঙ্গে কোমড় দোলাতে দেখা যাচ্ছে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE