মাথায় লাল-সাদা টুপি। পাশে ক্রিসমাস ট্রি। কোলে পোষ্য কুকুর। ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সায়ন্তিকার জীবনে সিক্রেট সান্তাক্লজ কে জানেন? অভিনেত্রীর কথায়, ‘‘ছোটবেলার ক্রিসমাস মানেই ক্রিসমাস ট্রি, গিফট, কেক, সান্তাক্লাজ আর আনন্দ। ২৫ ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠেই বাড়ির প্রত্যেক কোনায় লুকনো গিফট খুঁজে বের করতাম। এখনও বিশ্বাস করতে ভাল লাগে সান্তাক্লজ রাত ১২টায় গিফট রেখে যায়। আমার জীবনের সান্তাক্লজ তো ডেফিনেটলি আমার বাবা-মা।’’
পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করতে শুরু করেছেন সায়ন্তিকা। তবে অনুরাগীদের জন্য একটা চমক রেখেছেন তিনি। নিজেদের পাঁচটা ক্রিসমাস উইশ লিস্ট পাঠাতে অনুরোধ করেছেন। যদিও সিক্রেট সান্তা হয়ে সেই উইশ তিনি পূরণ করবেন কিনা, তা অবশ্য জানাননি।
আরও পড়ুন, বহু চরিত্রের মিশেলে মুক্তি পেল ‘শাহজাহান রিজেন্সি’র ট্রেলার
#MerryChristmas to all... pic.twitter.com/rIUgscN6gV
— Sayantika Banerjee (@sayantika12) December 25, 2018
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)