Advertisement
২৮ মার্চ ২০২৩
Entertainment News

সোহার বেবি শাওয়ারে হাজির গ্ল্যামারাস বলিউড

সন্তাসসম্ভবা সোহা আলি খান। আর কয়েকদিনের মধ্যেই মা হবেন নায়িকা। শনিবার মুম্বইতে তাঁর বেবি শাওয়ারের আয়োজন হয়েছে। সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সোহা। ছবি: সোহার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৩:২৯
Share: Save:
০১ ০৬
বন্ধু তথা ইন্টিরিয়র ডিজাইনার দর্শিনির সঙ্গে সোহা। দর্শিনিই সোহার বেবি শাওয়ারের ভেন্যু সাজিয়েছেন।

বন্ধু তথা ইন্টিরিয়র ডিজাইনার দর্শিনির সঙ্গে সোহা। দর্শিনিই সোহার বেবি শাওয়ারের ভেন্যু সাজিয়েছেন।

০২ ০৬
কপূর বোনেদের সঙ্গে সোহা। একদিকে রয়েছেন বৌদি করিনা, অন্যদিকে করিশ্মা। ঠিক যেন র‌্যাম্পে যাওয়ার প্রস্তুতি।

কপূর বোনেদের সঙ্গে সোহা। একদিকে রয়েছেন বৌদি করিনা, অন্যদিকে করিশ্মা। ঠিক যেন র‌্যাম্পে যাওয়ার প্রস্তুতি।

০৩ ০৬
করিনার থেকে মাঝেমধ্যেই নাকি ‘মম্মি টিপস’ নিয়েছেন সোহা।

করিনার থেকে মাঝেমধ্যেই নাকি ‘মম্মি টিপস’ নিয়েছেন সোহা।

০৪ ০৬
প্রিয় বন্ধু কঙ্কনা সেনশর্মা, নেহা ধুপিয়ার সঙ্গে সোহা। রয়েছেন আরও এক ঘনিষ্ঠ বন্ধু।

প্রিয় বন্ধু কঙ্কনা সেনশর্মা, নেহা ধুপিয়ার সঙ্গে সোহা। রয়েছেন আরও এক ঘনিষ্ঠ বন্ধু।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.