Advertisement
২৫ জুলাই ২০২৪
Entertainment News

বিখ্যাত এই সিনেমাগুলির না দেখা ছবিগুলি দেখেছেন?

এই ছবিগুলি পর্দায় হয়তো একাধিকবার দেখে ফেলেছেন আপনারা। কিন্তু সেখানে তো এডিট করার পর যতটুকু দেখানো হয়েছে ততটুকুই দেখার ‘সৌভাগ্য’ হয়েছে দর্শকদের। গ্যালারি থেকে দেখে নিন সেই সমস্ত সিনেমার ক্যামেরার পিছনের ছবিগুলি কেমন ছিল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ১৩:১৪
Share: Save:
০১ ১০
এই ছবিগুলি পর্দায় হয়তো একাধিকবার দেখে ফেলেছেন আপনারা। কিন্তু সেখানে তো এডিট করার পর যতটুকু দেখানো হয়েছে ততটুকুই দেখার ‘সৌভাগ্য’ হয়েছে দর্শকদের। গ্যালারি থেকে দেখে নিন সেই সমস্ত সিনেমার ক্যামেরার পিছনের ছবিগুলি কেমন ছিল।

এই ছবিগুলি পর্দায় হয়তো একাধিকবার দেখে ফেলেছেন আপনারা। কিন্তু সেখানে তো এডিট করার পর যতটুকু দেখানো হয়েছে ততটুকুই দেখার ‘সৌভাগ্য’ হয়েছে দর্শকদের। গ্যালারি থেকে দেখে নিন সেই সমস্ত সিনেমার ক্যামেরার পিছনের ছবিগুলি কেমন ছিল।

০২ ১০
তামাশা:
এই সিনেমা নিয়ে এক সময় তরজা কম হয়নি। সদ্য ব্রেকআপের পর ইমতিয়াজ আলির ‘তামাশা’তে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন। সেই ছবির শুটিং চলাকালীন ক্যামেরার পিছনে পরিচালক ও ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নায়ক-নায়িকা।

তামাশা: এই সিনেমা নিয়ে এক সময় তরজা কম হয়নি। সদ্য ব্রেকআপের পর ইমতিয়াজ আলির ‘তামাশা’তে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন। সেই ছবির শুটিং চলাকালীন ক্যামেরার পিছনে পরিচালক ও ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নায়ক-নায়িকা।

০৩ ১০
বরফি:
নজর কেড়েছিল অনুরাগ বসুর এই ছবি। ছবির অভিনেতাদের সাজও ছিল ‘ইউনিক’। সেই মেকআপেই ব্যস্ত রণবীর কপূর ও প্রিয়ঙ্কা চোপড়া।

বরফি: নজর কেড়েছিল অনুরাগ বসুর এই ছবি। ছবির অভিনেতাদের সাজও ছিল ‘ইউনিক’। সেই মেকআপেই ব্যস্ত রণবীর কপূর ও প্রিয়ঙ্কা চোপড়া।

০৪ ১০
চামেলি:
বক্স অফিসে তেমন দাগ কাটতে না পারলেও লাল শিফন শাড়ি আর নীল প্রিন্টেড ব্লাউজে করিনার ‘ভাগে রে মন’ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। সেই গানের শুটিং চলাকালীন তোলা হয়েছিল ছবিটি।

চামেলি: বক্স অফিসে তেমন দাগ কাটতে না পারলেও লাল শিফন শাড়ি আর নীল প্রিন্টেড ব্লাউজে করিনার ‘ভাগে রে মন’ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। সেই গানের শুটিং চলাকালীন তোলা হয়েছিল ছবিটি।

০৫ ১০
ফ্যাশন:
মধুর ভান্ডারকরের ফ্যাশন ছবির শুটিংয়ের আগে চলছে স্ক্রিপ্ট রিডিং সেশন।

ফ্যাশন: মধুর ভান্ডারকরের ফ্যাশন ছবির শুটিংয়ের আগে চলছে স্ক্রিপ্ট রিডিং সেশন।

০৬ ১০
হম দিল দে চুকে সনম:
সঞ্জয় লীলা ভংশালীর এই ছবি একাধিকবার দেখেননি এমন সিনেমাপ্রেমী কমই আছেন। সেই ছবিরই ‘অফ ক্যামেরা’ কিছু মুহূর্ত।

হম দিল দে চুকে সনম: সঞ্জয় লীলা ভংশালীর এই ছবি একাধিকবার দেখেননি এমন সিনেমাপ্রেমী কমই আছেন। সেই ছবিরই ‘অফ ক্যামেরা’ কিছু মুহূর্ত।

০৭ ১০
পিকু:
শুটিংয়ের মাঝে আড্ডার মুডে অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।

পিকু: শুটিংয়ের মাঝে আড্ডার মুডে অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।

০৮ ১০
বাহুবলী:
ছবি নিয়ে উন্মাদনার শেষ নেই। অনেকের মুখস্থও হয়ে গিয়েছে এই ছবির একাধিক দৃশ্য। কিন্তু শুটিংয়ের ফাঁকে এমন অবসরের দৃশ্য হয়তো আগে দেখেননি দর্শকরা। জমিয়ে আড্ডা দিচ্ছেন ‘শিবগামী’ থুড়ি রাম্যা কৃষ্ণান।

বাহুবলী: ছবি নিয়ে উন্মাদনার শেষ নেই। অনেকের মুখস্থও হয়ে গিয়েছে এই ছবির একাধিক দৃশ্য। কিন্তু শুটিংয়ের ফাঁকে এমন অবসরের দৃশ্য হয়তো আগে দেখেননি দর্শকরা। জমিয়ে আড্ডা দিচ্ছেন ‘শিবগামী’ থুড়ি রাম্যা কৃষ্ণান।

০৯ ১০
যব উই মেট:
শুধুমাত্র অভিনয় করেই ক্ষান্ত হওয়া চলবে না। কেমন হল অভিনয়, দেখে নিতে হবে সেটাও। ‘যব উই মেট’ ছবিতে সেই কাজেই ব্যস্ত শহিদ-করিনা।

যব উই মেট: শুধুমাত্র অভিনয় করেই ক্ষান্ত হওয়া চলবে না। কেমন হল অভিনয়, দেখে নিতে হবে সেটাও। ‘যব উই মেট’ ছবিতে সেই কাজেই ব্যস্ত শহিদ-করিনা।

১০ ১০
কর্ণ-অর্জুন:
শুটের আগে চলছে নির্দেশ দেওয়ার পালা। রাখি গুলজারের সঙ্গে শাহরুখ খান ও সলমন খান।

কর্ণ-অর্জুন: শুটের আগে চলছে নির্দেশ দেওয়ার পালা। রাখি গুলজারের সঙ্গে শাহরুখ খান ও সলমন খান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE