Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিপদে পড়িলে...

বাঁচাবে উওম্যান সেফটি অ্যাপ। হদিশ দিচ্ছেন পরমা দাশগুপ্তবাঁচাবে উওম্যান সেফটি অ্যাপ। হদিশ দিচ্ছেন পরমা দাশগুপ্ত

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০০:১৮
Share: Save:

• ডেটলাইন ১৯৯৯
মোবাইল তখন সবে ঘুরছে কলকাতার হাতে হাতে। পারতপক্ষে একা ট্যাক্সিতে উঠতে চাইতেন না রোহিণী। একান্তই উঠলে? ট্যাক্সির নম্বরটা দ্রুত হাতে এসএমএস। সৈকতও খানিক নিশ্চিন্ত। হঠাৎ বিপদে প্রেমিকাকে বাঁচানোর প্রাথমিক ব্যবস্থাটুকু সারা।

• ডেটলাইন ২০০৬
কলেজের পরে পড়তে যাওয়া। বাড়ি ঢুকতে ঢুকতে সেই দশটা। বেলেঘাটা খালপাড়ের গলিটা তখন বড্ড ফাঁকা, অন্ধকার অন্ধকার। কোণের দিকটায় একটা আড্ডা চলে তখন। তুলিকে পইপই করে বলে রেখেছে দাদা— ‘‘অটো থেকে নেমেই ফোন করবি কিন্তু। পুরো গলিটা কথা বলতে বলতে আসবি। মনে থাকে যেন।’’

• ডেটলাইন ২০১৬
সেক্টর ফাইভের অফিস থেকে বেরোতে বেরোতে অর্ধেক দিন রাত ন’টা পেরিয়ে যায় । মা-বাবা বড্ড চিন্তা করেন। উবেরই হোক বা ট্যাক্সি, উঠেই বিদিশা স্মার্টফোনে সেফটি অ্যাপ-টা অন করে রাখেন শুধু। বিপদ বুঝলে জাস্ট প্যানিক বাটনে একটা ক্লিক। বাবা-মা-জয়দীপ তিন জনের কাছেই মেসেজ চলে যাবে তৎক্ষণাৎ। বিদিশা কোথায়, তার হাল হকিকত-সহ।

• ধর্ষণ, শ্লীলতাহানি, নিগ্রহ

তা বলে কি একা কোথাও বেরোবে না আজকের কন্যেরা?

নিশ্চয়ই বেরোবে। যখন খুশি, যেখানে খুশি, যার সঙ্গে খুশি। অফিস থেকে রাত করে ফেরাই নয়, রাতদুপুরের আড্ডা সেরে নির্ভাবনায় বাড়ির পথ ধরবে।

• যখনই বিপদে পড়িবে...

হ্যাঁ। ঠিক এমনটাই আশ্বাস দিচ্ছে প্রযুক্তি।

সৌজন্য, স্মার্টফোন এবং একগাদা ‘উইমেন সেফটি সিকিউরিটি অ্যাপ’। মহিলাদের নিরাপত্তায় যার ব্যবহারে এখন ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে ষোলো থেকে সাতষট্টি। অ্যান্ড্রয়েড বা আইফোনে গুগ্‌ল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে তালিকাটা ঘাঁটলেই চোখে পড়বে ‘ভিথইউ’, ‘বি সেফ’, ‘উইমেন্স সিকিওরিটি’, ‘উইমেন্স সেফটি’, ‘মাই সেফটিপিন’, ‘রক্ষা’, ‘আইওয়াচ উইমেন’-এর মতো সেফটি অ্যাপ। কোনওটা কাজ করে দেশ জুড়ে, কোনওটা নির্দিষ্ট কোনও শহরে। পছন্দ মতো বেছে ডাউনলোড করুন। বিপদে পড়লে প্যানিক বাটনে ক্লিক। ব্যস। জিপিএসে আপনার অবস্থান, বিপদবার্তা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আগে থেকে নির্দিষ্ট করা কনট্যাক্টের কাছে। পরিত্রাণের পথও সহজ হবে অনেকটা।

• অ্যাপ-চেক

‘ভিথইউ’: রেজিস্ট্রেশনের পরে বিপদবার্তা তৈরি করে রাখতে হবে। সঙ্গে নির্দিষ্ট করতে হবে তিনটি ফোন নম্বর। বিপদে পড়লে প্যানিক বাটনে চাপ দিলেই লোকেশন-সহ বার্তা পৌঁছে যাবে তাঁদের কাছে।

‘উইমেন্স সিকিওরিটি’: বিপদবার্তা পাঠানো তো বটেই, এই অ্যাপে বাড়তি পাওনা ৪৫ সেকেন্ডের ভয়েস রেকর্ডিং-এর সুবিধা। ভয়েস ফাইল চলে যাবে নির্দিষ্ট নম্বরে। তৎক্ষণাৎ নেটওয়ার্ক না থাকলে সিগন্যাল ফেরার সঙ্গে সঙ্গেই সেন্ড হয়ে যাবে ভয়েস মেসেজটি।

‘উইমেন্স সেফটি’: এই অ্যাপে সবুজ, কমলা, লাল তিনটি বোতামের মাধ্যমে আগে থেকে নির্দিষ্ট করা নম্বরে স্টেটাস, কশাস মেসেজ বা প্যানিক মেসেজ পাঠানো যায়। তা ছাড়া, এই অ্যাপ ফ্রন্ট ও ব্যাক ক্যামেরায় তোলা ছবি, অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ আপলোড করবে সার্ভারে, পাঠিয়ে দেবে আপনার নির্দিষ্ট করা ই-মেল আইডিতেও।

‘মাই সেফটিপিন’: ম্যাপে নিজের গন্তব্য বা অবস্থান নির্দিষ্ট করে দিলে সিকিউরিটি স্কোরের মাধ্যমে অ্যাপ জানিয়ে দেয় জায়গাটি কতটা নিরাপদ। কোন পথে নিরাপদে গন্তব্যে পৌঁছনো যাবে, জানা যাবে তা-ও। এ ছাড়া ‘স্টে উইথ মি’ অপশনের সাহায্যে নির্দিষ্ট ফোন নম্বরে আপনার যাত্রাপথের তথ্য এবং বিপদবার্তাও জানানো যাবে। পাশাপাশি সিকিউরিটি স্কোর রেটিং-এর সুযোগও পাবেন আপনি। যাতে অন্য কেউ প্রয়োজনে তা দেখে নিতে পারে।

‘বি সেফ’: এই অ্যাপে নির্দিষ্ট ‘অভিভাবকদের’ কাছে এসওএস মেসেজ পাঠানো যাবে। করা যাবে এসওএস কল-ও। তবে অ্যাপ ডাউনলোড করার আগে তার কর্মপদ্ধতি, রিভিউ বা রেটিং পড়ে নিতে ভুলবেন না।

• ডেটলাইন ২০১৬

রোহিণী এখনও ট্যাক্সিতে উঠলেই অভ্যেসমতো এসএমএস করেন বর সৈকতকে। তবে ভয় কেটেছে অনেকটাই। দু’জনেরই। সৌজন্যে স্মার্টফোন এবং সুরক্ষা-অ্যাপ।

যখনই বিপদে পড়িবে...।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Women Safety Apps Ananda Plus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE