Advertisement
০৮ ডিসেম্বর ২০২৫
Entertainment News

১১০০ ছবিতে অভিনয়, দৈনিক পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক, গিনেস রেকর্ড করে ফেলেছেন এই অভিনেতা

অন্ধ্রপ্রদেশের সত্যেনাপল্লীতে জন্ম ব্রহ্মানন্দমের। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। ১৯৮৫ সালে ‘আহা না পেলান্ত্রা’ ছবিটি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় এই অভিনেতার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১২:৩৫
Share: Save:
০১ ১২
অন্ধ্রপ্রদেশের সত্যেনাপল্লীতে জন্ম ব্রহ্মানন্দমের। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। ১৯৮৫ সালে ‘আহা না পেলান্ত্রা’ ছবিটি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় এই অভিনেতার।

অন্ধ্রপ্রদেশের সত্যেনাপল্লীতে জন্ম ব্রহ্মানন্দমের। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। ১৯৮৫ সালে ‘আহা না পেলান্ত্রা’ ছবিটি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় এই অভিনেতার।

০২ ১২
অভিনয় জগতে পা রাখার আগে একটি বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন ব্রহ্মানন্দম। হঠাৎই তিনি নজরে আসেন বিখ্যাত তেলুগু পরিচালক জান্ধল্য সুব্রহ্মন্যম শাস্ত্রীর। তাঁর হাস্যরসে মজে গিয়েছিলেন পরিচালক। তার পর শাস্ত্রীই ব্রহ্মানন্দমকে ‘আহা না পেলান্ত্রা’ ছবিতে লঞ্চ করেন।

অভিনয় জগতে পা রাখার আগে একটি বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন ব্রহ্মানন্দম। হঠাৎই তিনি নজরে আসেন বিখ্যাত তেলুগু পরিচালক জান্ধল্য সুব্রহ্মন্যম শাস্ত্রীর। তাঁর হাস্যরসে মজে গিয়েছিলেন পরিচালক। তার পর শাস্ত্রীই ব্রহ্মানন্দমকে ‘আহা না পেলান্ত্রা’ ছবিতে লঞ্চ করেন।

০৩ ১২
তাঁর কমিক টাইমিংয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীবী। তিনিই বহু ছবিতে কমেডিয়ানের চরিত্রের জন্য ব্রহ্মানন্দমের নাম সুপারিশ করতেন। ইন্ডাস্ট্রিতে ব্রাহ্মি নামেই অধিক খ্যাত এই অভিনেতা।

তাঁর কমিক টাইমিংয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীবী। তিনিই বহু ছবিতে কমেডিয়ানের চরিত্রের জন্য ব্রহ্মানন্দমের নাম সুপারিশ করতেন। ইন্ডাস্ট্রিতে ব্রাহ্মি নামেই অধিক খ্যাত এই অভিনেতা।

০৪ ১২
ইন্ডাস্ট্রিতে ৩০টা বছর পার করে ফেলেছেন। তাতে কী? আজও তাঁকে নায়কের বন্ধুর ভূমিকায় দেখা যায়। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ব্রহ্মানন্দম।

ইন্ডাস্ট্রিতে ৩০টা বছর পার করে ফেলেছেন। তাতে কী? আজও তাঁকে নায়কের বন্ধুর ভূমিকায় দেখা যায়। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ব্রহ্মানন্দম।

০৫ ১২
১০০০-এরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন ২০১৫ সালের মধ্যেই। তার পরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে অভিনেতার। এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে ১১০০টি সিনেমার রেকর্ড।

১০০০-এরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন ২০১৫ সালের মধ্যেই। তার পরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে অভিনেতার। এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে ১১০০টি সিনেমার রেকর্ড।

০৬ ১২
পারিশ্রমিকের অঙ্কে বিশ্বের তাবড় তাবড় কমেডিয়ানদেরও পিছনে ফেলে দিয়েছেন ব্রক্ষ্মানন্দম। অভিনেতার এক দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা। আর একটা ফিচার ফিল্মের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দ। যে অঙ্কটা এ দেশের প্রায় কোনও কমেডিয়ানই নেন না।

পারিশ্রমিকের অঙ্কে বিশ্বের তাবড় তাবড় কমেডিয়ানদেরও পিছনে ফেলে দিয়েছেন ব্রক্ষ্মানন্দম। অভিনেতার এক দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা। আর একটা ফিচার ফিল্মের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দ। যে অঙ্কটা এ দেশের প্রায় কোনও কমেডিয়ানই নেন না।

০৭ ১২
এই মুহূর্তে প্রায় ৩৬০ কোটি টাকার মালিক ব্রহ্মানন্দম। নামীদামি প্রায় সবরকমের গাড়িই রয়েছে অভিনেতার গ্যারেজে। অডি আর এইট, অডি কিউ সেভেন, মার্সিডিজ বেঞ্জ প্রায় সব গাড়িই রয়েছে ব্রহ্মানন্দের।

এই মুহূর্তে প্রায় ৩৬০ কোটি টাকার মালিক ব্রহ্মানন্দম। নামীদামি প্রায় সবরকমের গাড়িই রয়েছে অভিনেতার গ্যারেজে। অডি আর এইট, অডি কিউ সেভেন, মার্সিডিজ বেঞ্জ প্রায় সব গাড়িই রয়েছে ব্রহ্মানন্দের।

০৮ ১২
হায়দরাবাদের জুবিলি হিলসে বিরাট বাংলো রয়েছে ব্রহ্মানন্দমেরর। পরিবারে আছেন স্ত্রী এবং দুই পুত্র। দুই ছেলের নাম রাজা গৌতম এবং সিদ্ধার্থ। রাজা গৌতম বিবাহিত। একটি পুত্র সন্তানও রয়েছে তাঁর। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় চাষযোগ্য প্রচুর জমি রয়েছে ব্রহ্মানন্দের।

হায়দরাবাদের জুবিলি হিলসে বিরাট বাংলো রয়েছে ব্রহ্মানন্দমেরর। পরিবারে আছেন স্ত্রী এবং দুই পুত্র। দুই ছেলের নাম রাজা গৌতম এবং সিদ্ধার্থ। রাজা গৌতম বিবাহিত। একটি পুত্র সন্তানও রয়েছে তাঁর। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় চাষযোগ্য প্রচুর জমি রয়েছে ব্রহ্মানন্দের।

০৯ ১২
অবসর সময়ে পাথরের মূর্তি তৈরি করেন অভিনেতা। আবার রান্নাও করেন চমৎকার। অভিনেতা রাম চরণ, জুনিয়ার এনটিআর সকলেই তাঁর রান্নার প্রশংসায় পঞ্চমুখ।

অবসর সময়ে পাথরের মূর্তি তৈরি করেন অভিনেতা। আবার রান্নাও করেন চমৎকার। অভিনেতা রাম চরণ, জুনিয়ার এনটিআর সকলেই তাঁর রান্নার প্রশংসায় পঞ্চমুখ।

১০ ১২
তবে বহু বার বিতর্কে নাম জড়িয়েছে এই অভিনেতার। অভিনেত্রী অনুষ্কা শেট্টি সম্পর্কে এক বার মন্তব্য করেন, ‘হট জালেবি যা সকলেই খেতে চায়।’ অনুষ্কা তো বটেই, প্রতিবাদে পর গর্জে উঠেছিলেন অনেকেই।

তবে বহু বার বিতর্কে নাম জড়িয়েছে এই অভিনেতার। অভিনেত্রী অনুষ্কা শেট্টি সম্পর্কে এক বার মন্তব্য করেন, ‘হট জালেবি যা সকলেই খেতে চায়।’ অনুষ্কা তো বটেই, প্রতিবাদে পর গর্জে উঠেছিলেন অনেকেই।

১১ ১২
দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তেলুগু ইন্ডাস্ট্রির এই ‘কমেডি কিং’। গতকালই মুম্বইতে ৬২ বছরের এই অভিনেতার বাইপাস সার্জারি হয়। খ্যাতনামা কৌতুকাভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুরু হয়ে যায় দেশজুড়ে প্রার্থনা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা এখন অনেকটাই সুস্থ।

দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তেলুগু ইন্ডাস্ট্রির এই ‘কমেডি কিং’। গতকালই মুম্বইতে ৬২ বছরের এই অভিনেতার বাইপাস সার্জারি হয়। খ্যাতনামা কৌতুকাভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুরু হয়ে যায় দেশজুড়ে প্রার্থনা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা এখন অনেকটাই সুস্থ।

১২ ১২
অভিনেতার অসুস্থতার খবর শুনেই দেশজুড়ে নানান বয়সের মানুষ টুইট করতে থাকেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠে যায় এক নিমেষে।

অভিনেতার অসুস্থতার খবর শুনেই দেশজুড়ে নানান বয়সের মানুষ টুইট করতে থাকেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠে যায় এক নিমেষে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy