Advertisement
১৬ জানুয়ারি ২০২৬
IIFA 2017 fashion trends

আইফার গ্রিন কার্পেটে চোখ ধাঁধানো ফ্যাশন ককটেল!

আরও একটি আলো ঝলমলে রাত। আরও এক চোখ ধাঁধানো উৎসব। আবারও, বলিউডের তাক লাগিয়ে দেওয়া প্রাচ্য ও পাশ্চাত্যের ফ্যাশন ককটেল! এক ঝলকে দেখে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১২:০০
Share: Save:
০১ ১০
‘উড়তা পঞ্জাব’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার সঙ্গে, সেরা স্টাইলিশ তারকার খেতাব জিতে নিয়েছেন আলিয়া। অনুষ্ঠানে ছিল তাঁর ফ্যাশনেবল উপস্থিতি।

‘উড়তা পঞ্জাব’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার সঙ্গে, সেরা স্টাইলিশ তারকার খেতাব জিতে নিয়েছেন আলিয়া। অনুষ্ঠানে ছিল তাঁর ফ্যাশনেবল উপস্থিতি।

০২ ১০
জিয়াদ নকরের ডিজাইন করা একটি গাউন পরেছিলেন ক্যাট। গাউনটির নাম ‘স্নো ক্রিস্টাল ফরেস্ট’। খোলা চুল আর গোলাপি ঠোঁটেই ক্যাটকে মেক-আপ দেন তনয়া ঘাবরি।

জিয়াদ নকরের ডিজাইন করা একটি গাউন পরেছিলেন ক্যাট। গাউনটির নাম ‘স্নো ক্রিস্টাল ফরেস্ট’। খোলা চুল আর গোলাপি ঠোঁটেই ক্যাটকে মেক-আপ দেন তনয়া ঘাবরি।

০৩ ১০
ডিজাইনার মণীষা জয়সিংহর একটি সোনালি গাউনে আইফা গ্রিন কার্পেটে এসেছিলেন শিল্পা। গায়ের সঙ্গে সেঁটে থাকা চকচকে গাউনে শিল্পা নজর কেড়েছেন ছবি শিকারিদের।

ডিজাইনার মণীষা জয়সিংহর একটি সোনালি গাউনে আইফা গ্রিন কার্পেটে এসেছিলেন শিল্পা। গায়ের সঙ্গে সেঁটে থাকা চকচকে গাউনে শিল্পা নজর কেড়েছেন ছবি শিকারিদের।

০৪ ১০
ধোনির বায়োপিকে নজর কেড়েছেন দিশা পটানি। এ বার নাচের পাশাপাশি দিশার ফ্যাশন সেন্সও যে তুখোড়, তা বুঝিয়ে দিলেন আইফার রাতে।

ধোনির বায়োপিকে নজর কেড়েছেন দিশা পটানি। এ বার নাচের পাশাপাশি দিশার ফ্যাশন সেন্সও যে তুখোড়, তা বুঝিয়ে দিলেন আইফার রাতে।

০৫ ১০
রক্তরঙা ইভিনিং গাউন। পায়ে কালো হাই-হিল। কানে হিরের দুল। ভারতীয় ডিজাইনার গৌরী ও নয়নিকার তৈরি গাউনে বোল্ড লুক।

রক্তরঙা ইভিনিং গাউন। পায়ে কালো হাই-হিল। কানে হিরের দুল। ভারতীয় ডিজাইনার গৌরী ও নয়নিকার তৈরি গাউনে বোল্ড লুক।

০৬ ১০
এ সবের মাঝে কিন্তু বেশ কয়েকজন আবার ফ্যানেদের ‘থাম্বস ডাউন’ও পেয়েছেন। তালিকায় নেহা ধুপিয়া একেবারেই ফ্লপ! আইফার রাতে তিনি পরেছিলেন একটি মনোক্রোম গাউন।

এ সবের মাঝে কিন্তু বেশ কয়েকজন আবার ফ্যানেদের ‘থাম্বস ডাউন’ও পেয়েছেন। তালিকায় নেহা ধুপিয়া একেবারেই ফ্লপ! আইফার রাতে তিনি পরেছিলেন একটি মনোক্রোম গাউন।

০৭ ১০
পিঙ্ক নয়, ডিজাইনার স্টিভেন খলিলের একটি কালো রঙের ড্রেস পরেছিলেন ‘পিঙ্ক’ খ্যাত তাপসী পন্নু। কিন্তু নিন্দুকেরা বলছেন ‘ফ্যাশন ডিজাস্টার’ হয়েছিল।

পিঙ্ক নয়, ডিজাইনার স্টিভেন খলিলের একটি কালো রঙের ড্রেস পরেছিলেন ‘পিঙ্ক’ খ্যাত তাপসী পন্নু। কিন্তু নিন্দুকেরা বলছেন ‘ফ্যাশন ডিজাস্টার’ হয়েছিল।

০৮ ১০
না, সমালোচকেরা কল্কির ফ্যাশন সেন্স নিয়েও নাক সিঁটকেছেন। গুচির একটি পিঙ্ক রাফলড গাউন পরেছিলেন কল্কি।

না, সমালোচকেরা কল্কির ফ্যাশন সেন্স নিয়েও নাক সিঁটকেছেন। গুচির একটি পিঙ্ক রাফলড গাউন পরেছিলেন কল্কি।

০৯ ১০
মোহিত রাইয়ের ডিজাইন করা একটি লাল লং গাউনে সোনাক্ষীও ছিলেন বেমানান। শিয়র প্যানেল আর ছড়ানো নেকলাইনে মোটেই খোলেনি তাঁর সাজ।

মোহিত রাইয়ের ডিজাইন করা একটি লাল লং গাউনে সোনাক্ষীও ছিলেন বেমানান। শিয়র প্যানেল আর ছড়ানো নেকলাইনে মোটেই খোলেনি তাঁর সাজ।

১০ ১০
অফ শোল্ডার সাহসী গাউনে কৃতী শ্যাননকে দেখাচ্ছিল বেশ মিষ্টি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতের জন্য মার্ক বামগার্নারের পোশাক বেছেছিলেন কৃতী।

অফ শোল্ডার সাহসী গাউনে কৃতী শ্যাননকে দেখাচ্ছিল বেশ মিষ্টি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতের জন্য মার্ক বামগার্নারের পোশাক বেছেছিলেন কৃতী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy