Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ জানুয়ারি ২০২২ ই-পেপার

বাবার জন্মদিনের পার্টিতে আহত সুহানা

নিজস্ব প্রতিবেদন
০৩ নভেম্বর ২০১৭ ১৮:১৮
সুহানা খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সুহানা খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

২ নভেম্বর শুধু খান পরিবারের কাছে নয়, বরং ভারতীয় সিনেপ্রেমীদের কাছে একটা বিশেষ দিন। কারণ ওই দিন শাহরুখ খানের জন্মদিন। গতকালও পরিবার ও বন্ধুদের নিয়ে সেলিব্রেশনের মুডে ছিলেন বলিউড বাদশা। কিন্তু সেখানেই ঘটে গেল দুর্ঘটনা। আহত হলেন শাহরুখের মেয়ে সুহানা খান

মিড ডে-র খবর অনুযায়ী, গতকাল রাতে আলিবাগের বাংলোয় গত বৃহস্পতিবার রাতে শাহরুখের জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল। একদিকে শাহরুখের বন্ধুরা অর্থাত্ ফারহা খান, কর্ণ জোহর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট ছিলেন। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে গৌরীর বন্ধু হিসেবে পরিচিত শ্বেতা বচ্চন, সুজান থান, মনদীপ কউর, সীমা খানরা ছিলেন। পার্টিতে বন্ধুদের নিয়ে ছিলেন শাহরুখের সন্তান আরিয়ান ও সুহানাও।

আরও পড়ুন, অরিত্রকে মনে আছে? এখন এই অভিনেতা কী করছে জানেন?

Advertisement

জানা গিয়েছে, পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইড করছিলেন তারকারা। শাহরুখের বাইকে ছিলেন দীপিকা। একটি বাইকে ছিলেন আলিয়া-সিদ্ধার্থ। অন্য একটি বাইকে আরিয়ানের পিছনে বসেছিলেন সুহানা। বাইক রাইড সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আরিয়ান ব্যালান্স হারিয়ে ফেলেন। বাইক থেকে পড়ে যান সুহানা।

আরও পড়ুন, ফের বিয়ের আসরে অভিষেক?

সূত্রের খবর, সুহানা পড়ে যাওয়ার পরই দৌড়ে আসেন শাহরুখ। আরিয়ানকে বরফ নিয়ে আসতে বলেন। ওই রাতেই চিকিত্সককে ডেকে নেন বাংলোতে। প্রাথমিক চিকিত্পার পর এখন সুহানা একদম সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।Tags:

আরও পড়ুন

Advertisement