Advertisement
০২ ডিসেম্বর ২০২৩
Entertainment News

কেপটাউনে সুরভিনের হলিডে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সুরভিন চাওলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘হেট স্টোরি টু’তে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর কেপটাউন ভ্রমণের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৪:৪০
Share: Save:
০১ ০৯
সুরভিন চাওলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘হেট স্টোরি টু’তে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর কেপটাউন ভ্রমণের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুরভিন চাওলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘হেট স্টোরি টু’তে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর কেপটাউন ভ্রমণের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

০২ ০৯
আপাতত কোনও ছবি হাতে রয়েছে কিনা জানা নেই। তবে ক’দিন আগেই ওয়েব সিরিজ ‘হক সে’-তে অভিনয় করে নজর কেড়েছেন সুরভিন।

আপাতত কোনও ছবি হাতে রয়েছে কিনা জানা নেই। তবে ক’দিন আগেই ওয়েব সিরিজ ‘হক সে’-তে অভিনয় করে নজর কেড়েছেন সুরভিন।

০৩ ০৯
ওয়েব সিরিজের সাফল্য উদ্‌যাপন করতেই নাকি স্বামী ও বন্ধুদের সঙ্গে ‘জাস্ট হলিডে’!

ওয়েব সিরিজের সাফল্য উদ্‌যাপন করতেই নাকি স্বামী ও বন্ধুদের সঙ্গে ‘জাস্ট হলিডে’!

০৪ ০৯
কেপটাউন ট্রিপে সুরভিনের সঙ্গী স্বামী অক্ষয় ঠাক্কর এবং অভিনেতা জুটি কীর্তি ও শরদ কেলকর।

কেপটাউন ট্রিপে সুরভিনের সঙ্গী স্বামী অক্ষয় ঠাক্কর এবং অভিনেতা জুটি কীর্তি ও শরদ কেলকর।

০৫ ০৯
ইনস্টাগ্রামে কেপটাউন ভ্রমণের নানা ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা।

ইনস্টাগ্রামে কেপটাউন ভ্রমণের নানা ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা।

০৬ ০৯
বেশিরভাগ ছবিই সুরভিনের একার। নীল সমুদ্রের ধারে বিকিনি লুকে নজর কেড়েছেন নায়িকা।

বেশিরভাগ ছবিই সুরভিনের একার। নীল সমুদ্রের ধারে বিকিনি লুকে নজর কেড়েছেন নায়িকা।

০৭ ০৯
২০১৫-তে ইতালিতে গোপনে বিয়ে হয়েছিল সুরভিনের। এই বিয়ের কথা তিনি গত বছর ডিসেম্বরে প্রকাশ্যে এনেছিলেন।

২০১৫-তে ইতালিতে গোপনে বিয়ে হয়েছিল সুরভিনের। এই বিয়ের কথা তিনি গত বছর ডিসেম্বরে প্রকাশ্যে এনেছিলেন।

০৮ ০৯
সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বিবাহিত...চিরপ্রেম... আমাদের আশীর্বাদ ও ভালবাসা দিন।’

সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বিবাহিত...চিরপ্রেম... আমাদের আশীর্বাদ ও ভালবাসা দিন।’

০৯ ০৯
সুরভিনের এই কেপটাউন হলিডের ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। নায়িকার গ্ল্যামারের প্রশংসা করেছেন নেটিজেনরা।

সুরভিনের এই কেপটাউন হলিডের ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। নায়িকার গ্ল্যামারের প্রশংসা করেছেন নেটিজেনরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE