আনন্দবাজার পত্রিকা
রাজ্য
সম্পাদকের পাতা
জীবন+ধারা
জীবনরেখা
অবসর
১৯ জানুয়ারি ২০২১ ই-পেপার
বিনোদন
সুরভিন চাওলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘হেট স্টোরি টু’তে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর কেপটাউন ভ্রমণের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপাতত কোনও ছবি হাতে রয়েছে কিনা জানা নেই। তবে ক’দিন আগেই ওয়েব সিরিজ ‘হক সে’-তে অভিনয় করে নজর কেড়েছেন সুরভিন।
ওয়েব সিরিজের সাফল্য উদ্যাপন করতেই নাকি স্বামী ও বন্ধুদের সঙ্গে ‘জাস্ট হলিডে’!
কেপটাউন ট্রিপে সুরভিনের সঙ্গী স্বামী অক্ষয় ঠাক্কর এবং অভিনেতা জুটি কীর্তি ও শরদ কেলকর।
ইনস্টাগ্রামে কেপটাউন ভ্রমণের নানা ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা।
বেশিরভাগ ছবিই সুরভিনের একার। নীল সমুদ্রের ধারে বিকিনি লুকে নজর কেড়েছেন নায়িকা।
২০১৫-তে ইতালিতে গোপনে বিয়ে হয়েছিল সুরভিনের। এই বিয়ের কথা তিনি গত বছর ডিসেম্বরে প্রকাশ্যে এনেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বিবাহিত...চিরপ্রেম... আমাদের আশীর্বাদ ও ভালবাসা দিন।’
সুরভিনের এই কেপটাউন হলিডের ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। নায়িকার গ্ল্যামারের প্রশংসা করেছেন নেটিজেনরা।
সুনীলের সঙ্গে পাঙ্গা নিয়ে নিজেই ফাঁসেন পরিচালক টিনু, হাতেপায়ে ধরে বাঁচেন তিনি
দুর্ঘটনায় বিদ্ধ ৬৭টি কাচের টুকরো, ২১ বছর তিক্ত অভিজ্ঞতা গোপন রাখেন মহিমা
চিকিৎসক হয়েও ছবিতে ‘মৃত’, ১৭ বছর লড়াইয়ের পরে নায়কের ভূমিকায় সুযোগ পাঁজরভাঙা বিনীতের
স্কুলে বিচ্ছেদ, প্রায় ৭ দশক পর একে অপরকে খুঁজে পেলেন এঁরা, বিয়েও করলেন