Television actress Shweta Tiwari’s London vacation photos dgtl
Entertainment News
কাদের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন শ্বেতা তিওয়ারি?
হিন্দি ফিল্ম ও টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ২০১১ সালে ‘কসৌটী জিন্দেগী কে’তে প্রেরণার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী। ইদানীং কেমন আছেন শ্বেতা? তাঁর ইনস্টাগ্রাম অ্যালবামে মিলল সেই উত্তর।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১৪:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
হিন্দি ফিল্ম ও টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ২০১১ সালে ‘কসৌটী জিন্দেগী কে’তে প্রেরণার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী। ইদানীং কেমন আছেন শ্বেতা? তাঁর ইনস্টাগ্রাম অ্যালবামে মিলল সেই উত্তর।
০২০৯
রিয়্যালিটি শো বিগ বস ফোর-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্বেতা। ২০১৬-এ ‘বেগুসরাই’-এর বিন্দিয়া রূপেই টেলিভিশনে তাঁকে শেষ দেখেছেন দর্শক। এর পর কম বাজেটের কিছু ছবি করলেও, ধারাবাহিকে নেই তিনি। আসলে ছেলের জন্মের জন্যই এই ব্রেক নিয়েছিলেন অভিনেত্রী।
০৩০৯
মার্চের শেষেই লন্ডনে গিয়েছিলেন শ্বেতা। লক্ষ্য লম্বা ভ্যাকেশন। হ্যাঁ, আর এই ছুটিতে শ্বেতার সঙ্গী তাঁর দুই সন্তান।
০৪০৯
প্রথম পক্ষের মেয়ে পলকের বয়স এখন ১৭। খুব শীঘ্রই বলিউডে অভিষেক হওয়ার কথা পলকের।
০৫০৯
লন্ডনের বিভিন্ন জায়গায় প্রায় সারাদিনই ঘুরে বেড়াচ্ছেন শ্বেতা। এক বছরের ছেলে রেয়াংশ, মেয়ে পলক এবং কয়েকজন বন্ধু গিয়েছেন এই ট্রিপে।
০৬০৯
বাকিংহাম প্যালেস থেকে দ্য লন্ডন আই। ছবি তুলতে ভোলেননি অভিনেত্রী।
০৭০৯
টিউবরেলে সওয়ার শ্বেতা। সঙ্গী বান্ধবী ইয়াসমিন।
০৮০৯
দ্বিতীয় পক্ষের সন্তান রেয়াংশের এই প্রথম বিদেশ ভ্রমণ। তাই ছেলের সঙ্গে নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন শ্বেতা।
০৯০৯
বিলাসবহুল হোটেলের ঘরের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘...পপকর্ন ও আইসক্রিম খেতে খেতে প্রিয় ছবি দেখা, সঙ্গে সন্তানেরা... এটাই তো ভ্যাকেশনের সেরা পার্ট...’। শ্বেতার লন্ডন হলিডের এই ছবিগুলি কিন্তু নজর কেড়েছে তাঁর ফ্যানেদের।