মজার ভিডিয়ো থেকে পছন্দের গান, সিনেমা, ইউটিবে খুঁজলে প্রায় সবই পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ভিডিয়ো রেয়েছে যা মানুষ একটু বেশিই পছন্দ করে ফেলেন। ফলে সেগুলি নতুন নতুন রেকর্ড গড়ে ফেলে। ইউটিউবের এমনই কিছু ভিডিয়োর তালিকা রইল।
‘পেপাল’-এর প্রাক্তন তিন কর্মী শ্যাড হার্লি, স্টিভ চেন, জাভেদ করি্ম মিলে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে তৈরি করেন ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। পরের বছর ২০০৬ সালের নভেম্বরে মার্কিন সংস্থা গুগল কিনে নেয় সেটি। ভারতীয় মুদ্রায় যার দাম পড়ে প্রায় ১২ হাজার ৮৫ কোটি ৬২ লাখ টাকা। এই ইউটিউব এখন গুগলের আয়ের অন্যতম প্রধান উৎস।
শুরু থেকে এখনও পর্যন্ত যে সাতটি ভিডিয়ো ইউটিউবে সব থেকে বেশি বার দেখা হয়েছে সেই তালিকায় সপ্তম স্থানে রয়েছে ‘জনি জনি ইয়েস পাপা’ ভিডিয়োটি। নার্সারি স্তরের এই ছড়াটির উপর তৈরি অ্যানিমেশন ভিডিয়োটি ২০১৬ সালে আপলোড হয়। এখনও পর্যন্ত সেটি দেখা হয়েছে। ৩৮০ কোটির বেশি বার।