These Bollywood couples have broken their weddings dgtl
URL Copied
বিনোদন
একেবারে শেষ মুহূর্তে বিয়ে ভেঙেছেন এই বলি সেলেবরা
সংবাদ সংস্থা
৩০ মার্চ ২০১৭ ১৩:২৮
Advertisement
১ / ৬
সলমন খান ও সঙ্গিতা বিজলানি-
সিরিয়াস সম্পর্কের দিকে এগোচ্ছিল সলমন খান ও সঙ্গিতা বিজলানি জুটি। বিয়ের সব কিছু ঠিকও হয়ে গিয়েছিল। কেউ বলেন, বিয়ে পর্যন্ত গড়িয়েছিল এই সম্পর্ক। কিন্তু হঠাৎই সম্পর্কে দেখা দেয় ভাঙন। সলমন খান আজও ব্যাচেলর আর সঙ্গিতা বিজলানি এখন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের স্ত্রী।
২ / ৬
মল্লিকা শেরাওয়াত ও বিজয় সিংহ-
একটি রিয়্যালিটি শো’তে আলাপ হয় দু’জনের। সেখানে বিজয়ের জামার বুক পকেটে গোলাপ জুড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মল্লিকা। বলেছিলেন, এক বছরের মধ্যে বিয়ে করে নেবেন। কিন্তু শেষ অবধি তা আর হয়নি। ভেঙে যায় বিজয় এবং মল্লিকার সম্পর্ক।
Advertisement
Advertisement
৩ / ৬
অভিষেক বচ্চন ও করিশ্মা কপূর-
জুনিয়র বচ্চন ভেবেছিলেন শ্বশুরবাড়িটা কপূর খানদানেই হবে। করিশ্মা কপূরের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কও ছিল অভিষেকের। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল দুজনের। কিন্তু হঠাৎই পাঁচ বছরের দীর্ঘ এই সম্পর্কে ভেঙে যায়। সঙ্গে ভেঙে যায় দুজনের বিয়েও। করিশ্মা কপূরের বিয়ের পরে ডিভোর্সও হয়ে গিয়েছে। এদিকে অভিষেক, ঐশ্বর্যা, আরাধ্যাকে নিয়ে এক সঙ্গে রয়েছেন।
৪ / ৬
বিবেক ওবেরয় ও গুরপ্রিত গিল-
বলিউডে পা রাখার আগে গুরপ্রিত গিলের সঙ্গে সম্পর্ক ছিল বিবেক ওবেরয়ের। শোনা গিয়েছিল, খুব শীঘ্রই বিয়ে করবেন দু’জন। কিন্তু হঠাত্ই ব্রেক আপ হয় দুজনের। পরে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গেও সম্পর্ক হয় বিবেকের। বর্তমানে প্রিয়ঙ্কা আলভা বিবেক ওবেরয়ের স্ত্রী।
Advertisement
৫ / ৬
অক্ষয় কুমার ও রবিনা টন্ডন-
তিন বছর সম্পর্ক ছিল অক্ষয় কুমার ও রবিনা টন্ডনের। বিয়েও ঠিক হয়েছিল এই হিট কাপলের। তবে কানাঘুষো শোনা যায়, অক্ষয় অন্য এক সম্পর্কে জড়িয়ে পড়ার জেরেই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে।
৬ / ৬
নীল নিতিন মুকেশ ও প্রিয়ঙ্কা ভাটিয়া-
দুই বছরেরও বেশি সম্পর্ক ছিল নীল নিতিন মুকেশ ও প্রিয়ঙ্কা ভাটিয়ার। কিন্তু নীলের পরিবারের আপত্তি ছিল এই বিয়েতে। তাই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কয়েক দিন আগে বিয়েও করে ফেলেন নীল।