Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

কেন পদবী ব্যবহার করেন না কাজল, রেখা, তব্বু?

এই তারকারা শুধু নামেই বিখ্যাত। পদবীর বোঝা ছেঁটে ফেলে শুধুমাত্র নাম মাহাত্ম্যেই জনপ্রিয় হয়েছেন তাঁরা। এক নজরে দেখে নেওয়া যাক কে কে রয়েছেন সেই তালিকায়?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ১৪:২৩
Share: Save:
০১ ০৬
কাজল:
পুরো নাম কাজল মুখোপাধ্যায়। কিন্তু বাবা সমু মুখোপাধ্যায়ের সঙ্গে মা তনুজার বিচ্ছেদের পর নিজের নাম থেকে পদবী বাদ দেন কাজল।

কাজল: পুরো নাম কাজল মুখোপাধ্যায়। কিন্তু বাবা সমু মুখোপাধ্যায়ের সঙ্গে মা তনুজার বিচ্ছেদের পর নিজের নাম থেকে পদবী বাদ দেন কাজল।

০২ ০৬
রেখা:
ভানুরেখা গণেশন থেকে শুধুমাত্র রেখা। সময়ের সঙ্গে সঙ্গে বড় ও ‘জটিল’ নামটি ইন্ডাস্ট্রির সকলের মুখে মুখেই ছোট হয়ে গিয়েছিল রেখার ক্ষেত্রে।

রেখা: ভানুরেখা গণেশন থেকে শুধুমাত্র রেখা। সময়ের সঙ্গে সঙ্গে বড় ও ‘জটিল’ নামটি ইন্ডাস্ট্রির সকলের মুখে মুখেই ছোট হয়ে গিয়েছিল রেখার ক্ষেত্রে।

০৩ ০৬
তব্বু:
পুরো নাম তবস্সুম হাশমি। কিন্তু, বি-টাউনে পা দেওয়ার পর জটিল নামের অসুবিধা কাটাতে নিজের নাম ও পদবী ছেঁটে ফেলেছিলেন তব্বু।

তব্বু: পুরো নাম তবস্সুম হাশমি। কিন্তু, বি-টাউনে পা দেওয়ার পর জটিল নামের অসুবিধা কাটাতে নিজের নাম ও পদবী ছেঁটে ফেলেছিলেন তব্বু।

০৪ ০৬
তমন্না:
পুরো নাম তমন্না ভাটিয়া। সংখ্যাতত্ত্বের হিসাব মেনে নিজের নামের বানান বদলেছেন তমন্না। বাদ দিয়েছেন পদবীও।

তমন্না: পুরো নাম তমন্না ভাটিয়া। সংখ্যাতত্ত্বের হিসাব মেনে নিজের নামের বানান বদলেছেন তমন্না। বাদ দিয়েছেন পদবীও।

০৫ ০৬
গোবিন্দ:
নামে কোনও জটিলতা চাননি গোবিন্দ অরুণ আহুজা। তাই সব ছেঁটে শুধু গোবিন্দ নামেই জনপ্রিয় হয়েছেন তিনি।

গোবিন্দ: নামে কোনও জটিলতা চাননি গোবিন্দ অরুণ আহুজা। তাই সব ছেঁটে শুধু গোবিন্দ নামেই জনপ্রিয় হয়েছেন তিনি।

০৬ ০৬
আসিন:
আসিন থট্টুমকাল। বড় আর জটিল পদবী সাধারণের পক্ষে মনে রাখা অসুবিধাজনক। তাই, শুধুমাত্র নিজের নামটিই ব্যবহার করেন আসিন।

আসিন: আসিন থট্টুমকাল। বড় আর জটিল পদবী সাধারণের পক্ষে মনে রাখা অসুবিধাজনক। তাই, শুধুমাত্র নিজের নামটিই ব্যবহার করেন আসিন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE