একটা সম্পর্ক যখন গড়ে ওঠে অজান্তেই সেই সম্পর্কের মধ্যে আরও অনেক সম্পর্ক গড়ে ওঠে। হয়তো আপনাদের মধ্যে আর প্রেমের সম্পর্ক নেই। কিন্তু তা বলে কী একে অপরের মুখ দেখা বন্ধ হয়ে যাবে! সম্পর্কের টানাপড়েনে ভুলেই যাই, একে-অন্যের ভাল বন্ধুও তো আমরা। তাঁরা কিন্তু ভোলেননি। ব্রেকআপের পরও কী ভাবে বন্ধুত্ব টিকিয়ে রাখতে হয় এঁদের থেকে শেখার।
রণবীর কপূর-দীপিকা পাডুকোন: ব্রেকআপের পর বেশ কিছু দিন রণবীর এবং দীপিকা একে অপরের সঙ্গে কথা বলতেন না। সে খবর সামনে এসেছিল। তবে এখন তাঁদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে গিয়েছে। দীপিকা নিজেও সেটা স্বীকার করেছেন। ‘আমরা সম্পর্কের খুঁটিনাটি বিষয়গুলো ফেলে অনেক এগিয়ে এসেছি। আমাদের বন্ধুত্বের সম্পর্ক এখন আরও অনেক গভীর’, বলেছিলেন দীপিকা।