Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

বৃষ্টিতে বার বার বলিউড এই সব ছাতার তলাতেই দাঁড়িয়েছে

বৃষ্টি হোক বা না হোক বলিউডের নায়ক-নায়িকারা ছাতা মাথায় রোম্যান্স করবেনই। দৃশ্যের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গেই কখনও সেই সব ছাতা আবার নতুন ট্রেন্ডও সেট করেছে। খুব সম্প্রতি হিন্দি ছবিতে ব্যবহৃত হয়েছে এমনই কিছু ছাতায় চোখ রাখা যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ১১:৫৯
Share: Save:
০১ ১০
বৃষ্টি হোক বা না হোক বলিউডের নায়ক-নায়িকারা ছাতা মাথায় রোম্যান্স করবেনই। দৃশ্যের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গেই কখনও সেই সব ছাতা আবার নতুন ট্রেন্ডও সেট করেছে। খুব সম্প্রতি হিন্দি ছবিতে ব্যবহৃত হয়েছে এমনই কিছু ছাতায় চোখ রাখা যাক।

বৃষ্টি হোক বা না হোক বলিউডের নায়ক-নায়িকারা ছাতা মাথায় রোম্যান্স করবেনই। দৃশ্যের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গেই কখনও সেই সব ছাতা আবার নতুন ট্রেন্ডও সেট করেছে। খুব সম্প্রতি হিন্দি ছবিতে ব্যবহৃত হয়েছে এমনই কিছু ছাতায় চোখ রাখা যাক।

০২ ১০
বডিগার্ড- গানের দৃশ্যে বলিউড বরাবরই ছাতার ব্যবহার করে এসেছে। ঠিক যেরকমটা হয়েছে ‘বডিগার্ড’ ছবিতে। একটি ছাতা হাতেই ‘তেরি মেরি প্রেম কাহানি’ গানটা জমিয়ে দিয়েছিলেন করিনা কপূর।

বডিগার্ড- গানের দৃশ্যে বলিউড বরাবরই ছাতার ব্যবহার করে এসেছে। ঠিক যেরকমটা হয়েছে ‘বডিগার্ড’ ছবিতে। একটি ছাতা হাতেই ‘তেরি মেরি প্রেম কাহানি’ গানটা জমিয়ে দিয়েছিলেন করিনা কপূর।

০৩ ১০
খট্টা মিঠা- বলিউডি চাল নয়, একদম ছাপোষা সাধারণ মানুষেরই মতো একটা ছাতা হাতে ঘুরে বেড়াতেন কন্ট্র্যাক্টর সচিন টিচকুলে অর্থাৎ অক্ষয় কুমার। রোদ বা বৃষ্টির হাত থেকে তো বটেই কখনও সেই ছাতা আবার কর্মচারীদের পেটানোর কাজেও ব্যবহার করতেন অক্ষয়।

খট্টা মিঠা- বলিউডি চাল নয়, একদম ছাপোষা সাধারণ মানুষেরই মতো একটা ছাতা হাতে ঘুরে বেড়াতেন কন্ট্র্যাক্টর সচিন টিচকুলে অর্থাৎ অক্ষয় কুমার। রোদ বা বৃষ্টির হাত থেকে তো বটেই কখনও সেই ছাতা আবার কর্মচারীদের পেটানোর কাজেও ব্যবহার করতেন অক্ষয়।

০৪ ১০
দ্য ব্লু আম্ব্রেলা- রাসকিন বন্ডের নভেল ‘দ্য ব্লু আম্ব্রেলা’ নিয়ে গোটা একটা ছবি বানিয়ে ফেলেছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। আর ১৩ বছরের ছোট্ট বিনিয়ার সেই ছাতাটি ছিল দেখবার মতো।

দ্য ব্লু আম্ব্রেলা- রাসকিন বন্ডের নভেল ‘দ্য ব্লু আম্ব্রেলা’ নিয়ে গোটা একটা ছবি বানিয়ে ফেলেছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। আর ১৩ বছরের ছোট্ট বিনিয়ার সেই ছাতাটি ছিল দেখবার মতো।

০৫ ১০
আজব প্রেম কি গজব কাহানি- মুষলধারায় বৃষ্টি। হুডিতেরণবীরের মাথা ঢাকা আর ক্যাটরিনার হাতে প্রিন্টেড বেবি পিঙ্ক ছাতা। আর সেই বৃষ্টির দৃশ্যই হয়ে উঠেছিল বলিউডের একসময়ের সেরা রোম্যান্টিক সিন।

আজব প্রেম কি গজব কাহানি- মুষলধারায় বৃষ্টি। হুডিতেরণবীরের মাথা ঢাকা আর ক্যাটরিনার হাতে প্রিন্টেড বেবি পিঙ্ক ছাতা। আর সেই বৃষ্টির দৃশ্যই হয়ে উঠেছিল বলিউডের একসময়ের সেরা রোম্যান্টিক সিন।

০৬ ১০
থ্রি ইডিয়টস- এক বৃষ্টির দিনেই র‌্যাঞ্চোর মাথায় প্রেমের পোকা কিলবিল করেছিল।আর ঠিক তার পরেই ছাতা নিয়ে আমির আর করিনার ‘জুবি ডুবি’ গানে মেতে ওঠা। যদিও এই ছবিতে নানান দৃশ্যে অদ্ভুতভাবে ছাতার ব্যবহার দেখা গিয়েছিল।

থ্রি ইডিয়টস- এক বৃষ্টির দিনেই র‌্যাঞ্চোর মাথায় প্রেমের পোকা কিলবিল করেছিল।আর ঠিক তার পরেই ছাতা নিয়ে আমির আর করিনার ‘জুবি ডুবি’ গানে মেতে ওঠা। যদিও এই ছবিতে নানান দৃশ্যে অদ্ভুতভাবে ছাতার ব্যবহার দেখা গিয়েছিল।

০৭ ১০
আইয়া- ছবিতে একটি গানে নানান সময়ের অভিনেত্রীদের ট্রিবিউট জানিয়েছেন রানি মুখোপাধ্যায়। আর সেই গানেই রানির হাতে দেখা গিয়েছিল ট্রান্সপারেন্ট একটি ছাতা। চালবাজ ছবিতে শ্রীদেবীর হাতে ঠিক ওরকমই একটা ছাতা ছিল।

আইয়া- ছবিতে একটি গানে নানান সময়ের অভিনেত্রীদের ট্রিবিউট জানিয়েছেন রানি মুখোপাধ্যায়। আর সেই গানেই রানির হাতে দেখা গিয়েছিল ট্রান্সপারেন্ট একটি ছাতা। চালবাজ ছবিতে শ্রীদেবীর হাতে ঠিক ওরকমই একটা ছাতা ছিল।

০৮ ১০
সাওয়ারিয়া- বৃষ্টি ছিল না। তাতে কি? তবে রণবীরের ডেবিউ ছবিতে তাঁর হাতে ছাতা ধরিয়ে দিয়েছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। একদম যেন সেই রাজ কপূরের ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’ গানের ছাতাটির মতোই।

সাওয়ারিয়া- বৃষ্টি ছিল না। তাতে কি? তবে রণবীরের ডেবিউ ছবিতে তাঁর হাতে ছাতা ধরিয়ে দিয়েছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। একদম যেন সেই রাজ কপূরের ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’ গানের ছাতাটির মতোই।

০৯ ১০
১৯২০- ছবিতে আলাদ মাত্রা যোগ করেছিল আদা শর্মার ছাতাটি। যাই ঘটে যাক, ছাতাটি কোনও মতেই হাতছাড়া করতেন না আদা।

১৯২০- ছবিতে আলাদ মাত্রা যোগ করেছিল আদা শর্মার ছাতাটি। যাই ঘটে যাক, ছাতাটি কোনও মতেই হাতছাড়া করতেন না আদা।

১০ ১০
সোনে পে সুহাগা- শ্রীদেবী মানেই তাঁর ছবিতে ছাতা একটা থাকবেই। তবে ‘সোনে পে সুহাগা’ ছবিতে শ্রীদেবী ব্যবহৃত ছাতাটি থেকে চোখ ফেরানো যেত না।

সোনে পে সুহাগা- শ্রীদেবী মানেই তাঁর ছবিতে ছাতা একটা থাকবেই। তবে ‘সোনে পে সুহাগা’ ছবিতে শ্রীদেবী ব্যবহৃত ছাতাটি থেকে চোখ ফেরানো যেত না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE