Advertisement
১০ মে ২০২৪

ছবিটা দেখতে চাই, অনীক দত্তকে চারদিন আগেই চিঠি লিখেছিলেন রাজ্য গোয়েন্দা অফিসার

ছবির পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক কল্যাণময় চট্টোপাধ্যায় এ দিন একটি ই-মেল প্রকাশ্যে আনেন।

ছবি বন্ধের বিরুদ্ধে বিক্ষোভে শামিল পরিচালক (বাঁ দিকে)। প্রতিবাদ জানিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি। রবিবার। নিজস্ব চিত্র

ছবি বন্ধের বিরুদ্ধে বিক্ষোভে শামিল পরিচালক (বাঁ দিকে)। প্রতিবাদ জানিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি। রবিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৪
Share: Save:

‘ভবিষ্যতের ভূত’-এর জন্য সিনেমা হলের দরজা খোলার কোনও সম্ভাবনা রবিবারেও দেখা গেল না। কার নির্দেশে কেন ছবির প্রদর্শন বন্ধ রাখা হল, সেই ভৌতিক রহস্যের জট পুরোপুরি না কাটলেও এর পিছনে পুলিশ-প্রশাসনের কিছুটা ভূমিকা আছে বলে ইঙ্গিত মিলেছে। ছবিটির প্রদর্শন বন্ধ করার বিরুদ্ধে মুখ খুলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদারেরা।

ছবির পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক কল্যাণময় চট্টোপাধ্যায় এ দিন একটি ই-মেল প্রকাশ্যে আনেন। তাতে দেখা যাচ্ছে, ছবিটি মুক্তি পাওয়ার দিন চারেক আগে, ১১ ফেব্রুয়ারি রাজ্য গোয়েন্দা শাখার এক অফিসার জানিয়েছিলেন যে, তাঁদের কাছে খবর আছে, ছবিটির বিষয়বস্তু সাধারণ মানুষের ‘ভাবাবেগ’-এ আঘাত করে ‘রাজনৈতিক বিশৃঙ্খলা’ সৃষ্টি করতে পারে। ফলে মুক্তির আগে তাঁরা ছবিটি একবার দেখতে চান। উত্তরে অনীকরা জানান, যেহেতু ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গিয়েছে, সুতরাং গোয়েন্দাদের জন্য আলাদা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা সম্ভব নয়। এই ঘটনা বিশদ জানিয়ে এ দিন তাঁরা প্রযোজক সংস্থা ইম্পা-সহ বেশ কিছু প্রতিষ্ঠানকে একটি চিঠিও পাঠান। সেখানে আদালতের রায় উল্লেখ করে তাঁরা বলেন, সেন্সর বোর্ডে পাশ হয়ে যাওয়া ছবি অন্য কাউকে দেখানো বাধ্যতামূলক নয়।

এ দিন ওই চিঠির বিষয়ে মন্তব্য করতে চায়নি গোয়েন্দা দফতর। অন্য দিকে ইম্পা-র সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, ‘‘শনি- রবি ছুটি থাকার কারণে অনীকের ই-মেল দেখতে পারিনি। সোমবার দেখে মন্তব্য করব।’’ মন্তব্য করতে চাননি কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসও।

আরও পড়ুন, অনিশ্চিত ভবিষ্যৎ ভূতের

ছবিতে কী ‘আপত্তিকর’ অংশ রয়েছে, যা নিয়ে গোয়েন্দারাও উদ্বিগ্ন? এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা কেউ দিচ্ছেন

না। তবে রাজ্যের শাসক দলের এক প্রভাবশালী অংশের মতে, ছবিটিতে রাজনৈতিক নেতাদের গোপনে টাকা নেওয়ার স্টিং অপারেশনের মতো বিচারাধীন বিষয় থেকে শুরু করে ছবি আঁকা নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ কটাক্ষ’ আছে। তাঁদের দাবি, ছবিতে ‘মা, মাটি, মাফিয়া’, ‘নেত্রী’ ইত্যাদি শব্দও ব্যবহার করা হয়েছে। তাঁরা মনে করেন, এ ধরনের দৃশ্য বা কথাবার্তা ছবিতে থাকলে পরে বিরূপ প্রতিক্রিয়া হয়ে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই সতর্কতামূলক কারণে এ ধরনের ছবি না দেখানোই ভাল। এরই পাশাপাশি নির্বাচনের আগে এমন ছবি বাজারে আনার পিছনে ‘রাজনৈতিক অভিসন্ধি’র কথাও তাঁরা বলছেন। যদিও ছবিটি বন্ধের ব্যাপারে কাগজে কলমে কোনও সরকারি বা পুলিশি নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা জানা যায়নি। অনীক দাবি করেন, তাঁর ছবিতে ‘মা, মাটি-মাফিয়া’ জাতীয় কোনও শব্দই নেই।
হলমালিকেরা অবশ্য শনিবারেই বলেছেন, ছবি বন্ধের বিষয়ে তাঁদের কাছে কোনও লিখিত নির্দেশ নেই। সবটাই মৌখিক। শনিবার বিভিন্ন প্রেক্ষাগৃহে যাঁরা ছবি দেখতে গিয়েছিলেন, তাঁদের অনেকের অভিজ্ঞতা হল, হলের গেটে দাঁড়িয়ে সাদা পোশাকের কিছু লোক দর্শকদের ফিরিয়ে দিয়ে বলছেন, ‘টেকনিক্যাল কারণে’ ছবিটি দেখানো যাবে না।
এ দিকে ছবিটি দেখাতে না দেওয়ার প্রতিবাদে এ দিন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘‘অত্যন্ত নিন্দার ঘটনা। এটা কি ফ্যাসিস্ট দেশ?’’ এ দিন মেট্রো চ্যানেলে প্রতিবাদসভায় গিয়েছিলেন প্রবীণ পরিচালক তরুণ মজুমদার, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন। সেখানে পড়ার জন্য হাতে লেখা একটি চিঠিতে সৌমিত্রবাবুর মন্তব্য, ‘‘এ এক ধরনের প্রতিশোধমূলক আচরণ বলে মনে হচ্ছে। ফিল্ম ফেস্টিভ্যালের একটি সভায় কিছু মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্য সরকার এমন ব্যবস্থা নিল, এমন ভাবার যথেষ্ট কারণ রয়েছে।’’ একই সঙ্গে তাঁর আশা, ‘‘যাঁরা এই অবস্থার জন্য দায়ী। তাঁরা এই কাজ গণতন্ত্র-বিরোধী বলে বুঝে দ্রুত প্রতিবিধান করবেন।’’
বাম আমলেও অবশ্য এ রাজ্যে নাটক-সিনেমা বন্ধ করার একাধিক ঘটনা ঘটেছে। নন্দনে বন্ধ হয়েছিল ‘হার্বার্ট’, ‘ওয়ান ডে ফ্রম আ হ্যাংম্যান্স লাইফ’ ছবির প্রদর্শন। ব্রাত্য বসুর ‘উইঙ্কল টুইঙ্কল’ এবং অর্পিতা ঘোষের ‘পশুখামার’ নাটকও বাধার মুখে পড়েছিল। অনীকের ছবির এই ঘটনা নিয়ে ব্রাত্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। বারবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি অর্পিতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE