Advertisement
২৮ মার্চ ২০২৩
Entertainment news

মালাইকা না সুহানা, গৌরীর পার্টিতে নজর কাড়লেন কে?

উপলক্ষ গৌরী খানের হ্যালোউইন পার্টি। একের পর তারকা সমাবেশে জমে উঠল সেই পার্টি। তবে সকলের চোখ আটকে রইল সুহানার উপরে। তার কাছে হার মেনে গেল বলিউডের তাবড় ফ্যাশনাস্তিতাও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ১৬:৩৫
Share: Save:
০১ ০৫
‘গ্লিটার আর স্পার্কেল ছাড়া আর কি-ই বা রয়েছে জীবনে’- সোনালি রঙের ঝকঝকে জামাটা পরে খুশি মালাইকা অরোরা হ্যালোউইন পার্টি থেকে ফিরে নিজের ইনস্টাগ্রামে এই পোস্টটা করেন।

‘গ্লিটার আর স্পার্কেল ছাড়া আর কি-ই বা রয়েছে জীবনে’- সোনালি রঙের ঝকঝকে জামাটা পরে খুশি মালাইকা অরোরা হ্যালোউইন পার্টি থেকে ফিরে নিজের ইনস্টাগ্রামে এই পোস্টটা করেন।

০২ ০৫
বাদশাহো স্টার ইলিয়ানা ডি-ক্রুজ। গলা থেকে পা পর্যন্ত কালো পোশাক পরে গৌরী খানের হ্যালোইন পার্টি মাতিয়ে তুলেছিলেন তিনিও।

বাদশাহো স্টার ইলিয়ানা ডি-ক্রুজ। গলা থেকে পা পর্যন্ত কালো পোশাক পরে গৌরী খানের হ্যালোইন পার্টি মাতিয়ে তুলেছিলেন তিনিও।

০৩ ০৫
স্টাইলের ব্যাপারে মালাইকা বা ইলিয়ানা কারও থেকেও কম যান না সুশান্ত সিংহ রাজপুত। জিন‌্স আর টি-শার্টে অনবদ্য এন্ট্রি ছিল তাঁর।

স্টাইলের ব্যাপারে মালাইকা বা ইলিয়ানা কারও থেকেও কম যান না সুশান্ত সিংহ রাজপুত। জিন‌্স আর টি-শার্টে অনবদ্য এন্ট্রি ছিল তাঁর।

০৪ ০৫
আর গৌরী খান? চরম ব্যস্ততায় ছিলেন সারা দিন। তাতে কী? তা বলে কী আর যেমন তেমন করে সেজে নেওয়া যায়! পার্টিন অন্যতম আকর্ষণ তো তিনিই। হোস্ট বলে কথা!

আর গৌরী খান? চরম ব্যস্ততায় ছিলেন সারা দিন। তাতে কী? তা বলে কী আর যেমন তেমন করে সেজে নেওয়া যায়! পার্টিন অন্যতম আকর্ষণ তো তিনিই। হোস্ট বলে কথা!

০৫ ০৫
তবে কার এন্ট্রি পার্টির সমস্ত আকর্ষণ এক লহমায় কেড়ে নিয়েছিল জানেন? শাহরুখ-গৌরী কন্যা সুহানা। গোল্ডেন শর্ট ড্রেসে রীতিমতো তাক লাগিয়ে দেয় সে। বলিউডে গুঞ্জন ফ্যাশন সেন্স-এ মালাইকাকেও নাকি পিছনে ফেলে দিয়েছে সুহানা।

তবে কার এন্ট্রি পার্টির সমস্ত আকর্ষণ এক লহমায় কেড়ে নিয়েছিল জানেন? শাহরুখ-গৌরী কন্যা সুহানা। গোল্ডেন শর্ট ড্রেসে রীতিমতো তাক লাগিয়ে দেয় সে। বলিউডে গুঞ্জন ফ্যাশন সেন্স-এ মালাইকাকেও নাকি পিছনে ফেলে দিয়েছে সুহানা।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.