‘হট লাগছে’। ঠিক এ কথাই বলছেন সদ্য বিবাহিতা দীপিকা পাড়ুকোন। বলছে, তাঁর বর রণবীর সিংহকেই। কিন্তু কেন?
রোহিত শেট্টির আসন্ন ছবি ‘সিম্বা’র ট্রেলার লঞ্চ হয়েছে সদ্য। ওই ছবিতে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর। সেই ছবির ট্রেলারে বরকে দেখে দীপিকা বলে ফেললেন, ‘হট লাগছে’। আর এ কথা ফাঁস করেছেন স্বয়ং রণবীর।
ট্রেলার লঞ্চের পর রণবীর সাংবাদিকদের বলেন, ‘‘আমার জন্মদিনের দিন এই ছবির কিছু অংশ রোহিত স্যার দীপিকাকে দেখিয়েছিলেন। ও তো কখনও বেশি রিঅ্যাক্ট করে না। কোনও ঘটনাতেই ওকে বেশি রিঅ্যাক্ট করতে দেখিনি। কিন্তু সে দিন স্ক্রিনে ছবির কিছুটা অংশ দেখার পর আমার দিকে তাকিয়ে ও বলেছিল, হট লাগছে।’’