সবেমাত্র তিনটে ফিল্ম করেছেন। হঠাৎই অনুরাগ কাশ্যপকে বিয়ে করে বসলেন কল্কি কেকলাঁ। সালটা ২০১১।
বলিউডের বেশির ভাগ নায়িকাদের মতো চেনা পথে হাঁটেননি কল্কি। কেরিয়ার গড়ার জন্য ইঁদুর দৌড়ে নাম লেখাননি। আবার বিয়ের পর ব্রেকও নেননি। বরং অনুরাগের সঙ্গে পার্টনারশিপের পাশাপাশি কাজ করে গিয়েছেন বাছাই করা ফিল্মে। ‘দেব ডি’, ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, বা ‘মার্গারিটা উইথ আ স্ট্র’— কোয়ালিটি ফিল্মেই মুখ দেখিয়েছেন তিনি। এরই মধ্যে ভেঙে গিয়েছে অনুরাগের সঙ্গে তাঁর পার্টনারশিপ। সালটা ২০১৩। পাকাপাকি ভাবে বিচ্ছেদ হল তার পরের বছর।
আরও পড়ুন