Advertisement
১১ মে ২০২৪

সাবধান

পার্ক স্ট্রিট থেকে ক্যাফে— ফ্রি ওয়াইফাই এখন সব জায়গায়। কিন্তু সে সুবিধা নেওয়ার আগে একটু সতর্ক থাকুন! লিখছেন অরিজিৎ চক্রবর্তীগত মাস থেকে পার্ক স্ট্রিটে চালু হয়েছে বিনাপয়সায় ওয়াইফাই। কফিশপ, রেস্তোঁয়া বা হোটেলে ফ্রি ওয়াইফাই থাকলেও কলকাতার রাস্তায় এই প্রথম! তবে পরের বার কোনও ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কয়েকটা জিনিস দেখে নেবেন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ০০:০৩
Share: Save:

গত মাস থেকে পার্ক স্ট্রিটে চালু হয়েছে বিনাপয়সায় ওয়াইফাই।

কফিশপ, রেস্তোঁয়া বা হোটেলে ফ্রি ওয়াইফাই থাকলেও কলকাতার রাস্তায় এই প্রথম! তবে পরের বার কোনও ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কয়েকটা জিনিস দেখে নেবেন:

পহেলে কুল বিচারি

হোটেল হোক কী কফিশপ, প্রথমেই জিজ্ঞেস করে নিন ওয়াইফাই-য়ের নামটা কী। তারপর শুধুমাত্র সেটাতেই কানেক্ট করুন। অনেক সময় আপনার তথ্য হাতানোর জন্য কেউ একই অঞ্চলে ফ্রি ওয়াইফাই দিয়ে রেখেছে। আর তাতে কানেক্ট করা মাত্র আপনার সব তথ্য চলে যেতে পারে তার হাতে।

সব স্বাদ ভাগ করবেন না

কোনও ফ্রি ওয়াইফাইতে আপনার ডিভাইস কানেক্ট করার আগে ফাইল শেয়ারিং অফ করে দেবেন। বিশেষ করে যদি ল্যাপটপে কাজ করেন। না হলে ল্যাপটপের কোনও ফাইল অন্য কেউ দেখে নিতে পারে।

উইনডোজের ক্ষেত্রে কনট্রোল প্যানেলেই পেয়ে যাবেন (Control Panel > Network and Sharing Center > Change Advanced Sharing Settings)। সেখানে ফাইল শেয়ারিং অপশনে ‘টার্ন অফ’ করে নেবেন। ম্যাকবুকের ক্ষেত্রে সিস্টেম প্রেফারেন্সে পেয়ে যাবেন ওই অপশন।

পুরোটাই ব্যক্তিগত

পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে নিজের আত্মগোপন করে রাখার সবচেয়ে ভাল ব্যবস্থা হল ভার্চুয়াল পাবলিক নেটওয়ার্ক বা VPN। ভার্চুয়াল পাবলিক নেটওয়ার্ক-এর কাজ হল আপনার ডিভাইস আর সেই ওয়েবসাইটের মধ্যে একটা ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করা। অ্যানড্রয়েড, আইওস সবের ক্ষেত্রেই এটা সম্ভব। শুধু আপনাকে কোনও VPN ক্লায়েন্ট বেছে নিতে হবে। যারা পাবলিট নেটওয়ার্ক ব্যবহার করেই আপনার জন্য একটা ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করে দেবে। ফলে এই তথ্য আদানপ্রদানে অন্য কেউ নাক গলাতে পারবে না।

‘এস’‌য়ের কামাল

কোনও ওয়েবসাইটের অ্যাড্রেসে যদি https বা আগে একটা তালার চিহ্ন থাকে তবেই সেই সাইটে যাবেন। তবে http-র সঙ্গে যত ‘s’-ই থাকুক না কেন, প্রয়োজন না পড়লে অনলাইন ব্যাঙ্কিংয়ের মতো কাজ ফ্রি ওয়াইফাইতে না করাই ভাল। কথায় আছে না, সাবধানের মার নেই।

বার বার, দুই বার

বিনাপয়সার ওয়াইফাই কিংবা অফিসের পাবলিক নেটওয়ার্ক, টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু বেশ কাজের। জিমেল, টুইটার, ফেসবুক— অনেকেই এখন এই টু-স্টেপ ভেরিফিকেশন চালু করেছে। এর ফলে শুধু পাসওয়ার্ড নয়, ওই সব সাইটে লগ ইন করতে হলে দরকার হবে আপনার মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)-ও।

সম্পর্কের মায়া কাটিয়ে

পাবলিক নেটওয়ার্কে ওয়েব ব্রাউজিং করার পর, সব জায়গা থেকে লগ আউট তো করবেনই। আর মনে রাখবেন ওই নেটওয়ার্ককেও ভুলে যেতে। অর্থাৎ ওই ওয়াইফাই বা নেটওয়ার্কের পাসওয়ার্ড যেন আপনার ডিভাইস মনে না রাখে।

উইনডোজ ল্যাপটপ হলে, Control Panel > Network and Sharing Center-এ গিয়ে কানেক্ট অটোম্যাটিক্যালি অপশনটা অফ করে রাখুন। ম্যাকবুকের ক্ষেত্রে সিস্টেম প্রেফারেন্স মেনুতে পেয়ে যাবেন। অ্যানড্রয়েডের ক্ষেত্রে ওই নেটওয়ার্কের নামের উপর কিছু সময় হাত রাখলেই একটা মেনু আসবে, সেখানে ‘ফরগেট দিস নেটওয়ার্ক’ অপশনটা সিলেক্ট করে নিন। আইফোন বা আইপ্যাডে ‘আস্ক টু জয়েন নেটওয়ার্ক’ অপশন অন করে রাখুন।

আর চিন্তা করবেন না। এগুলো মাথায় রাখলে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কেও আপনার তথ্য অন্য কেউ হাত করতে পারবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE