শিশুদের চোখের সমস্যার মধ্যে সবচেয়ে মারাত্মক হল ‘রেটিনোব্লাস্টোমা’। এটি মূলত কর্কট রোগ। যা রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। তবে সবার এই ধরনের রোগ হয় না। ১৫ থেকে ১৮ হাজার শিশুর মধ্যে হয়তো এক জন এই ধরনের ক্যানসারে আক্রান্ত হয়। বংশগত কারণেও হতে পারে এই রোগ। পরিবারে কারও এই রোগ থাকলে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি।
এই রোগের উপসর্গ কী?
১) রেটিনায় সাদা রঙের একটি মাংসপিণ্ড তৈরি হওয়া