২০১২ থেকে ২০২১ পর্যন্ত প্রকাশিত আঠারোটি গবেষণাপত্র ও ৪২৮০টি বীর্য নমুনা পরীক্ষা ও সামগ্রিক পর্যালোচনা করে দক্ষিণ কোরিয়ার একদল বিজ্ঞানী এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বিজ্ঞানীদের দাবি, মোবাইল ফোন থেকে নির্গত হওয়া রেডিয়ো কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বীর্যে শুক্রাণুর ঘনত্ব যেমন কমায়, তেমনই শুক্রাণুর গতিবেগ, কার্যক্ষমতা, স্থায়িত্ব ও গতিশীলতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।
শুধু যৌনস্বাস্থ্য নয়, এ ধরনের তরঙ্গ মস্তিষ্ক, হৃদ্যন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের উপর যে নেতিবাচক প্রভাব ফেলে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন বিজ্ঞানীদের একাংশ। তবে আশার কথা, এই তরঙ্গের ক্ষতিকর প্রভাবকে মাথায় রেখে ইতিমধ্যেই মোবাইল নির্মাতা সংস্থাগুলি মনোযোগ দিয়েছে এই তরঙ্গ ছাড়া কী ভাবে মোবাইল ফোন প্রস্তুত করা যেতে পারে সেই দিকে।