Advertisement
২৬ এপ্রিল ২০২৪

থ্যালাসেমিয়া নিয়ে কর্মশালা দুর্গাপুরে

থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা ও সচেতনতা গড়ে তোলার জন্য দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে শুক্রবার এক আলোচনাচক্রের আয়োজন করা হল। এ দিন ওই হাসপাতালে চালু হল হিমাটো-অঙ্কোলজি বিভাগেরও।

থ্যালাসেমিয়ার কর্মশালায়।

থ্যালাসেমিয়ার কর্মশালায়।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:৫৪
Share: Save:

থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা ও সচেতনতা গড়ে তোলার জন্য দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে শুক্রবার এক আলোচনাচক্রের আয়োজন করা হল। এ দিন ওই হাসপাতালে চালু হল হিমাটো-অঙ্কোলজি বিভাগেরও।

‘দ্য থ্যালাসেমিয়া আপডেট ট্যান্সফিউশন অ্যান্ড বিয়ন্ড’ নামের ওই আলোচনাচক্রে চিকিৎসক, থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান, প্রতি ১৪ জন মানুষের মধ্যে একজন এই রোগের বাহক। এই রোগের প্রধান চিকিৎসা নিয়মিত রক্ত সঞ্চালনা। তবে শরীরে আয়রনের আধিক্যজনিত জটিলতাগুলির জন্য দরকার সার্বিক চিকিৎসার। হিমাটো-অঙ্কোলজি বিভাগের চিকিৎসক দিব্যেন্দু দে জানান, শিশুকাল থেকে সার্বিক চিকিৎসা চালু করা গেলে রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। তবে এর জন্য প্রতি মাসে রক্ত সঞ্চালনা ও ‘চেলেশন থেরাপি’ করতে হয়। এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বলেই কর্মশালার বিশেষজ্ঞদের মত। এই রোগ রুখতে তাই চিকিৎসকদের পরামর্শ, জন ও স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটাতে হবে। বিয়ের আগে বা গর্ভাবস্থায় থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের মাধ্যমে মা-বাবা থ্যালাসেমিয়া বাহক কি না জানা গেলে রোগ প্রতিরোধ করা সম্ভব।

দুর্গাপুরের দ্য মিশন হাসপাতাল ইতিমধ্যেই লিউকো ফিল্টার ব্লাড সঞ্চালনের ব্যবস্থা চালু করেছে। হিমাটোলজি বিভাগ চেলেশন থেরাপি-সহ বিভিন্ন চিকিৎসা করে থাকে। থাকে গ্রোথ মনিটরিং-এর ব্যবস্থাও। এ দিনের অনুষ্ঠানে ‘পেসেন্ট রেকর্ড বুক’ চালু করা হয়েছে। এই রেকর্ড বুক থেকে চিকিৎসায় রোগীরা কেমন সাড়া দিচ্ছেন বা রোগীর আগে কোনও জটিলতা রয়েছে কি না তা সহজেই জানা যাবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু বলেন, ‘‘থ্যালাসেমিয়ার চিকিৎসায় খরচ খুব বেশি। কিন্তু জেলার পরিস্থিতির কথা বিচার করে যথাসম্ভব কম খরচে চিকিৎসার হবে।’’ হাতসাপাতাল সূত্রে দাবি, কলকাতার পর জেলার কোনও হাসপাতালে এই প্রথম হিমাটো-অঙ্কোলজি বিভাগ চালু হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

thalassemia Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE