Advertisement
০৭ মে ২০২৪

বিনামূল্যে স্বাস্থ্য শিবির এগরা মেলায়

এগরা সংস্কৃতি মঞ্চের পরিচালনায় এগরা মেলা মঞ্চে রবিবার আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবিরের। আর এ দিনের শিবিরে হাজির ছিলেন দুর্গাপুর দ্য মিশন হাসপাতালের চিকিৎসক সত্যজিৎ বসু-সহ অনেকেই। প্রতি বারের মত এবারও সত্যজিৎবাবুর কাছে শারীরিক সমস্যার কথা জানাতে প্রায় আড়াইশো মানুষের ভিড় উপচে পড়েছিল মেলামঞ্চে।

হাজির চিকিৎসক সত্যজিৎ বসু। —নিজস্ব চিত্র।

হাজির চিকিৎসক সত্যজিৎ বসু। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০১
Share: Save:

এগরা সংস্কৃতি মঞ্চের পরিচালনায় এগরা মেলা মঞ্চে রবিবার আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবিরের। আর এ দিনের শিবিরে হাজির ছিলেন দুর্গাপুর দ্য মিশন হাসপাতালের চিকিৎসক সত্যজিৎ বসু-সহ অনেকেই। প্রতি বারের মত এবারও সত্যজিৎবাবুর কাছে শারীরিক সমস্যার কথা জানাতে প্রায় আড়াইশো মানুষের ভিড় উপচে পড়েছিল মেলামঞ্চে।

এ দিন স্বাস্থ্য শিবিরে হার্টের নানা সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে আলোচনা করেন সত্যজিৎবাবু। এখন গতির যুগ। এমনকী এই এলাকায় হৃদরোগীর সংখ্যা অনেক বেড়েছে বলে তিনি জানান। সময়ের সঙ্গে তাল রেখে চলতে গিয়ে বেশিরভাগ মানুষই শরীরের উপর নানা রকম ভাবে অত্যচার করেন। জীবনযাত্রার অনিয়ম, অত্যাধিক ধূমপান, মদ্যপান হার্টের রোগকে ত্বরান্বিত করে। তাই সত্যজিৎবাবুর উপদেশ, হার্টের অসুখ থেকে বাঁচতে ধূমপান ও মদ্যপান অবিলম্বে ত্যাগ করা উচিৎ। এমনকী প্রত্যেককে কম করে আধ ঘণ্টা জোরে হাঁটার পরামর্শও দেন তিনি।

সত্যাজিৎবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে খুশি এলাকার বাসিন্দারাও। পেশায় ব্যাঙ্ককর্মী কাঁথির রাসবিহারী নন্দ বলেন, “আমার ইসিজি রিপোর্ট দেখে ডাক্তারবাবু পেসমেকার বসানোর কথা বলেছেন। হাসপাতালে গিয়ে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ঠিকানাও দিয়ে গিয়েছেন। তাছাড়া সহজ কিস্তিতে চিকিৎসার ব্যবস্থার কথাও জানান।”

মেলা কমিটির সম্পাদক কেশব নায়ক বলেন, “প্রতি বছর সত্যজিৎবাবু ও তাঁর হাসপাতালের চিকিৎসকরা এসে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। আমাদের গ্রামের পাশাপাশি অন্য এলাকার মানুষরাও চিকিৎসা সংক্রান্ত আলোচনার জন্য এখানে আসেন।” শিবিরে রোগী দেখতে দেখতে সত্যজিৎবাবুও বলেন, “২০০৩ সাল থেকে এখানে মেলায় আসছি। এখানকার মানুষের ভালবাসা বারবার টেনে আনে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

health camp egra free health check-up
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE