Advertisement
১০ মে ২০২৪
Mahalaya

কাল মহালয়া, কিন্তু ভোরে তর্পণ করা যাবে না, কেন জানেন তো?

আগামিকাল, অর্থাত্ ২১ আশ্বিন, সোমবার মহালয়া। মহালয়া বলতেই প্রথমেই যেটা চোখের সামনে ভেসে ওঠে, তা হল গঙ্গার ঘাটে লাখো মানুষের পিতৃতর্পণ। বাবুঘাট হোক বা দক্ষিণেশ্বর, সর্বত্রই থাকে এই চেনা ছবি। কিন্তু চলতি বছর এই ছবিটা মহালয়ার ভোরে দেখা যাবে না। কেন জানেন?

গঙ্গার ঘাটে লাখো মানুষের পিতৃতর্পণ। — ফাইল চিত্র।

গঙ্গার ঘাটে লাখো মানুষের পিতৃতর্পণ। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৫:২৪
Share: Save:

আগামিকাল, অর্থাত্ ২১ আশ্বিন, সোমবার মহালয়া। মহালয়া বলতেই প্রথমেই যেটা চোখের সামনে ভেসে ওঠে, তা হল গঙ্গার ঘাটে লাখো মানুষের পিতৃতর্পণ। বাবুঘাট হোক বা দক্ষিণেশ্বর, সর্বত্রই থাকে এই চেনা ছবি। কিন্তু চলতি বছর এই ছবিটা মহালয়ার ভোরে দেখা যাবে না। কেন জানেন?

আসলে মহালয়া হয় অমাবস্যা তিথিতে। কিন্তু পঞ্জিকা অনুয়ায়ী অমাবস্যা পড়ছে সোমবার মোটামুটি সকাল ১১টার পর থেকে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, মহালয়া পার্বণ শ্রাদ্ধম্- ২১ আশ্বিন, সোমবার, ১৪২৫, ইং- ৮ অক্টোবর ২০১৮ সকাল ১০/৪৯/০৮ গতে। ২২ আশ্বিন, মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০৯/০৮/২০ পর্যন্ত। অর্থাত্ সোমবার সকাল ১০টা ৪৯ মিনিট বেজে ৮ সেকেন্ডের পর থেকে মঙ্গলবার সকাল ৯টা বেজে ৮ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত তর্পণ করা যাবে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে সোমবার, ৮ অক্টোবর সকাল ১০টা ৪৭ মিনিট ৪৪ সেকেন্ড থেকে অমাবস্যা শুরু হচ্ছে। এর পর থেকে তর্পণ করা যাবে।

আরও পড়ুন: পিতৃপক্ষে তর্পণ করতেই হবে কিন্তু কী ভাবে তর্পণ করবেন?

আরও পড়ুন: কোন বিশেষ দিনে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা যায় জানেন?

ফলে সোমবার ভোরে গঙ্গার ঘাটে পিতৃতর্পণের পরিচিত ভিড় দেখা যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahalaya Durga Puja Durga Puja 2018 Tarpan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE