Advertisement
০১ মে ২০২৪

নবদুর্গার কোন রূপের আরাধনায় কী ফল পাবে

দেখে নেওয়া যাক কবে কার আরাধনায় কী রূপ কৃপা লাভ করবেন

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০২:০০
Share: Save:

মা দুর্গার ছবি রেখে পূজো করবেন। মনে মনে যে দিন যার পুজো, তার মূর্তি স্মরণ করবেন। নিয়ম অনুসারে পুজো করুন কিন্তু সবচেয়ে বড় যেটা তা হল পবিত্র হৃদয়ে পুজো করা। আর তা করলে এই নবরাত্রি আরাধনায় অবশ্যই ফল পাবেন।

এখন দেখে নেওয়া যাক কবে কার আরাধনায় কী রূপ কৃপা লাভ করবেন—

১। নবদুর্গার প্রথম রূপটি শৈলপুত্রী। মা শৈলপুত্রী মনোবল বৃদ্ধি করেন।

২। দ্বিতীয় রূপটি ব্রহ্মচারিণী। মা ব্রহ্মচারিণী মনোসংযোগ বৃদ্ধি করেন।

৩। তৃতীয় রূপটি চন্দ্রঘণ্টা। মা চন্দ্রঘণ্টা সাংসারিক সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন।

৪। চতুর্থ রূপ কুষ্মণ্ডা। মা কুষ্মণ্ডা সুখ ও সমৃদ্ধি দেন।

৫। পঞ্চম রূপটি স্কন্দমাতা। মা স্কন্দমাতা গৃহের যে কোনও রকম অশান্তি নাশ করেন।

৬। ষষ্ঠরূপ কাত্যায়নী। মা কাত্যায়নী শত্রু নাশ করেন।

৭। সপ্তম রূপ কালরাত্রি। মা কালরাত্রি অল্প বয়সে কোনও ফাঁড়া থাকলে তা নাশ করেন।

৮। অষ্টম রূপ মহাগৌরী। কারও বাড়িতে বিবাহজনিত কোনও সমস্যায় এঁর ধ্যান করা খুব ভাল।

৯। নবম রূপ সিদ্ধিদাত্রী। মা সিদ্ধিদাত্রী সর্বসিদ্ধিদাত্রী।

সকল পুজোয়- ‘ওঁ সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে’ এই বলে ফুল দিয়ে প্রণাম জানাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabadurga worshipping Nabadurga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE