Advertisement
০২ মে ২০২৪

বুধাদিত্য যোগ

জ্যোতিষ বিচারে যখন কোনও জন্মকুন্ডলীতে বা জন্মছকে রবি ও বুধ কোনও এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে। সব জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় না।

অসীম সরকার
শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০০:০১
Share: Save:

জ্যোতিষ বিচারে যখন কোনও জন্মকুন্ডলীতে বা জন্মছকে রবি ও বুধ কোনও এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে। সব জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় না।

বুধাদিত্য যোগে বুধ যদি ডিগ্রী অনুযায়ী রবির পরে থাকে সেই বুধ বেশ শক্তিশালী। তখন জাতক জাতিকার মেধার বিকাশ হয় ভাল এবং জীবনযুদ্ধে সাফল্য লাভ করে বেশী। বুধাদিত্য যোগে রবি ও বুধ ছাড়া তৃতীয় কোনও গ্রহ না থাকায় ভাল। এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দেয় তা দেখে নেওয়া যাক -

• লগ্নে বা প্রথম ভাবে বুধদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায়। এখানে জাতক জাতিকা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান, এরা মন্ত্রী বা বড় অফিসার হতে পারে। অঙ্ক বা পদার্থবিদ্যার অধ্যাপকও হতে পারেন। কর্মক্ষেত্রে যে যে লাইনে থাকবে সে সেই লাইনে উৎকর্ষতার ফল পাবে।

• দ্বিতীয়ে বুধাদিত্য যোগ দৈহিক বা মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না।

• তৃতীয়ে বুধাদিত্য যোগে জাতক জাতিকা কঠোর পরিশ্রমী হয়, তার মনের দৃঢ়তা থাকেনা। রাহুর অশুভ যোগ বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হয়।

• চতুর্থে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা জায়গা জমি, বাড়ি-ঘর, বন্ধু-বান্ধব পেয়ে সুখী হয়। শিক্ষাক্ষেত্রেও প্রতিষ্ঠা লাভ করে। নব্বই বছরের উপর আয়ু হয় কিন্তু আকস্মিক ভাবে মৃত্যুও হয়।

• পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ হলে উপরের চতুর্থ ভাবের মতো সব কিছু হয়। তার সন্তান ভাগ্য ভাল হয় এবং সন্তানেরা প্রতিষ্ঠা লাভ করে।

• ষষ্ঠ ভাবে বুধাদিত্য যোগ পেলে জাতক জাতিকার কোনও শত্রু থাকে না, উচ্চ সামাজিক মর্যাদা লাভ করে।

• সপ্তম ভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা ভাল, সত্চরিত্রের স্ত্রী বা স্বামী পেয়ে থাকে। সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয়। এরা অংকে দক্ষ হয় এবং জ্যোতিষ চর্চায় বুৎপত্তি অর্জন করে। শুক্র শুভ ভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগীতা পেয়ে থাকেন, আর শুক্র অশুভ ভাবে থাকলে বিপরীত ফল লাভ হয়।

• অষ্টম ভাবে বুধাদিত্য যোগ থাকলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন হয়, দীর্ঘ আয়ু, ও প্রচুর সম্পদের মালিক হয়। মঙ্গল অশুভ ভাবে দৃষ্টি দিলে এরা ঝগরাটে গোছের হয়, সঙ্গদোষে চরিত্র খারাপ করে ফেলে। সৈনিক হিসেবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়।

• নবম ভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকার পিতা দীর্ঘ জীবন লাভ করে। এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন হয়, এবং সম্পদশালী হয়।

• দশম ভাবে বুধাদিত্য যোগ থাকলে রাজা-বাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ন জীবন হয়, ধনী হয় কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে।

• একদশভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা নানা ভাবে অর্থ, বিত্ত ও সম্পদ লাভ করে থাকে।

• দ্বাদশে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকার নিরন্তর উন্নতি হয়ে চলে। নানা দিক থেকে প্রায়ই উপহার পেয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Budhaditya Yog Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE