Advertisement
১৮ মে ২০২৪

বাড়ীর সংখ্যার সঙ্গে বসবাসকারী মানুষের সম্পর্ক

১ (এক) সংখ্যা হল শৌর্য, বীর্য, ও প্রতিষ্ঠার কারক এবং উন্নতির সূচক। এই সংখ্যার বাড়ীতে যারা বাস করেন সকলেই কমবেশি ভালো রকমের প্রতিষ্ঠা ও আর্থিক  স্বচ্ছলতা লাভ করে।

অসীম সরকার
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০০:০১
Share: Save:

আপনার বাড়ীর সংখ্যা যদি ৫৭ হয়। তার মানে (৫৭=৫+৭=১২=১+২=৩) আপনি ৩ সংখ্যার বাড়ীতে বাস করেন। একই ভাবে ৯৭ সংখ্যক বাড়ীতে বাস করেন মানে(৯৭=৯+৭=১৬=১+৬=৭) ৭ সংখ্যার বাড়ীতে বাস করে ।

১ (এক) সংখ্যা হল শৌর্য, বীর্য, ও প্রতিষ্ঠার কারক এবং উন্নতির সূচক। এই সংখ্যার বাড়ীতে যারা বাস করেন সকলেই কমবেশি ভালো রকমের প্রতিষ্ঠা ও আর্থিক স্বচ্ছলতা লাভ করে।

২ (দুই) সংখ্যার বাড়ীর অধিবাসীরা সামাজিক ও সহবস্থানে বিশ্বাসী। এর অধিবাসীরা শান্তি চায়, সঙ্গ চায়, সব সময় তর্ক-বিবাদ এড়িয়ে চলে। পশু-পাখি পোষে, টবে গাছ লাগায়। তবে এনারা সিদ্ধান্ত নিতে বড্ড বেশী দেরী করেন।

৩ (তিন) সংখ্যার বাড়ীগুলোকে লোকে ভাগ্যাবাণদের বাড়ী বলে। যারা ছেলেমেয়েদের মানুষ করে বড় হওয়ার স্বপ্ন দেখেন, তারা এখানে বাস করেন। এরা হ্রদয়বোধে বিশ্বাস রাখে।

৪ (চার ) সংখ্যার বাড়ীকে চীন দেশে দূর্ভাগ্যাযোগের বাড়ী বলে। এই বাড়ীর লোকদের খুব পরিশ্রম করে জীবন ও জীবিকা অর্জন করতে হয়। এরা রক্ষণশীল প্রকৃতির হয় ।

৫ (পাঁচ) সংখ্যার বাড়ীর লোকেদের দেখে মনে হয় এরা অস্থায়ী অধীবাসী। এরা কমবেশি নেশায় আসক্ত হয়। প্রায় সব জায়গায় পাঁচ সংখ্যার বাড়ী কে ভাড়া বাড়ী হিসেবে দেখা যায়। পাঁচ এর বাড়ীতে ছেলেমেদের মানুষ করা বেশ কঠিন।

৬ (ছয়) সংখ্যার বাড়ীর অধিবাসীরা গান-বাজনা, শিল্প-কলা, সাহিত্য চর্চা, নাটক সহ যাবতীয় বিষয়ে কালচার করে থাকেন। এরা মানুষ হিসেবে বেশ সৌখিন। টবে গোলাপ গাছ লাগান, পায়ারা পোষা, ছয় সংখ্যার বাড়ীতে অনেক সময় দেখা যায় ।

৭ (সাত) সংখ্যার বাড়ীকে অনেকেই সাধু সন্তের বাড়ী বলে থাকেন। এই সব বাড়ীর লোকদের ধর্ম চর্চা, অধ্যাত্ম চর্চা, দার্শনিক আলোচনা, ধ্যান, প্রাথর্নায় অংশ গ্রহণ করতে দেখা যায়। এই বাড়ীতে প্রায়ই জল কলের সমস্যা দেখা যয়।

৮ (আট) সংখ্যার বাড়ীগুলো আর্থিক দিক থেকে, বিশেষ করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার পক্ষে বিশেষ শুভ। আট সংখ্যার সঙ্গে অর্থের বিশেষ যোগ আছে। আট সংখ্যার বাড়ীর মানুষেরা সামাজিক সম্পর্কে পিছিয়ে থাকে ।

৯ (নয়) সংখ্যার বাড়ীগুলোর মানুষের বেশ হাঁকডাক আছে। এদের মধ্যে বেশ দাম্ভিকতা থাকে। এই বাড়ীর বিদ্যুৎ লাইনে কোনও না কোনও গণ্ডগোল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Numerical effects vastu Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE