Advertisement
০২ মে ২০২৪

জ্যোতিষীর উত্তর

শ্রী পার্থপ্রতিম আচার্য
জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০০:০৩
Share: Save:

১। নাম প্রকাশে অনিচ্ছুক। আমার জন্ম ০৬।০৬।১৯৮৪। সময় সকাল ৭টা মিনিটে। হাওড়া শ্যামপুরে। ৪বছরের বিবাহিত জীবন সুখের নয়। এই সর্ম্পক থেকে বেরিয়ে আসতে চাই। তা কি সম্ভব? যদি হয় তাহলে দ্বিতীয় বিয়ে কি হবে? হলে কবে এবং সেই নতুন সর্ম্পকের ভবিষ্যত কেমন হবে?

আপনি বর্তমানে চন্দ্রের দশা ভোগ করছেন। আপনাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের নয় ঠিকই কিন্তু আপনার লোক দেখানো ভাব বা শক্তির তুলনায় শান্ত জীবনই আপনার পছন্দ। বিচ্ছেদের সামান্য সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আপনার জীবন সুখের হবে। সব ক্ষেত্রে বাড়াবাড়ি পরিত্যাগ করুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনি তো মনের দিক থেকে রোম্যান্টিক। বিপরীত লিঙ্গের প্রতি আপনি তীব্রভাবে আকর্ষিত হন। অপরের প্রয়োজন বুঝতে পারেন। আপনি সত্যের পক্ষ অবলম্বন করে থাকেন। চিন্তার কিছু নেই। আগামীতে পুনরায় আপনাদের সর্ম্পকের শুভফল অবশ্যই পাবেন। হঠকারিতা বশত কোনও সিদ্ধান্ত না নেওয়া উচিত। হরগৌরীর আরাধনা করুন।

২। আমার নাম লিপিকা দাস।আমার জন্ম ১৯।০৯।১৯৮৯। সময় সন্ধ্যা ৭টা। জন্ম স্থান হাওড়া। আমি চাকরির ব্যাপারে জানতে চাই।

আপনি বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। দশা প্রতিকার অবশ্যই করণীয়। আপনি যদি চাকুরিরত হয়ে থাকেন তবে সে ক্ষেত্রে কোনও প্রকার হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ধীর স্থির হয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তবে আগামীতে আপনি অর্থনৈতিক স্থায়িত্ব এবং নিরাপত্তা অর্জন করবেন।

৩। আমর নাম অন্দিতা দাস। জন্ম ০৯।০৯।১৯৯০। দুপুর ১২টা ৪৫ মিনিট। আমি কি মাঙ্গলিক? আমি যাকে ভালবাসি তার সঙ্গেই কি বিয়ে করতে পারব? আমার প্রেমিকের জন্ম তারিখ ১৩।১২।১৯৮৯ সময় সকাল ১১টা ৫৯ মিনিট। কত বছরের মধ্যে আমাদের বিয়ে হবে? মাঙ্গলিক দোষ কাটাতে গেলে কি করতে হবে?

আপনার জন্মকুণ্ডলী মঙ্গলের দোষ থেকে মুক্ত। তবে আপনি বিষাদময় ও নৈরাশ্যবাদী এবং কোনও কাজেই নিজেকে সর্ম্পূণ নিয়োজিত করবেন না। আপনি নিজের বাসস্থান প্রায়ই পরিবর্তন করতে পারেন। সকলে আপনাকে পছন্দ করবে। সর্ম্পক স্থাপণে আগামীতে সর্তক হওয়া বাঞ্ছনীয়। সময়ে শান্ত-মধুর স্বভাবের মেয়ে হলেও কাজে-কর্মে বিচার-বিবেচনা থাকবে না। সকল ভালবাসার অর্থ বিবাহ নয়। হঠকারী কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনি বর্তমানে চন্দ্রের দশা ভোগ করছেন। আগামী ২০১৭-২০১৮ সালের মধ্যে বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা সহ যোটক বিচার অবশ্যই করণীয়।

৪। আমার নাম মৌসুমী দে। বিবাহিতা। সকাল ৯টা ৩৭ মিনিট। কলকাতায়।আমি সরকারি চাকরি কবে পাব? কেরিয়ার কেমন যাবে?

আপনার খাওয়া-পরার তেমন অভাব নেই বললেই চলে। মোটামুটি স্বচ্ছল অবস্থাই থাকবে। চাকুরির চেষ্টা করুন। তেমন পরিশ্রম না করলেও ভাল উপার্জন করা আপনার পক্ষে সম্ভব। আগামীতে আপনি কোনও উচ্চ-প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE