ধনভাব শুভ। আয় বেশ ভাল হবে। ব্যয় হবে কম। জমা হবে বেশি। শিক্ষক, অধ্যাপক ও ইঞ্জিনিয়ারদের বছরটি খুব শুভ। কোন আর্থিক অসুবিধা দেখা দেবে না। মাঝে মাঝে পেটের রোগে কষ্ট পেলেও শরীর বেশি খারাপ হবে না। দু-একবার জ্বরে আক্রান্ত হতে পারেন। হয়তো বা ওই জ্বর একটু বেশি হবে। তবে তা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। চলাফেরাটা একটু সাবধানে করা দরকার। আঘাত পাওয়ার যোগ আছে। ভাই-বোনদের সঙ্গে সদ্ভাব নষ্ট হবে না। নিজের দোষে লেখাপড়ায় কিছু ক্ষতি হতে পারে। তবুও পরীক্ষার ফল খারাপ হবে না। অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করা উচিৎ। না হলে ক্ষতি হবে। একাধিক বন্ধু উপকারে আসবে। সন্তানদের স্বাস্থ্যের অবস্থা মন্দ নয়। তাদের আচরণ, লেখাপড়া আনন্দের কারণ হবে। একটি গৌরবর্ণ পুত্র লাভের যোগ আছে। অবিবাহিতের বিবাহ যোগ দেখা যায়। বিবাহিত জীবনে সুখ আসবে। নিজের খামখেয়ালির জন্য স্ত্রী মাঝে মাঝে বিরক্ত হয়ে উঠতে পারেন। পিতার আঘাত পাওয়ার যোগ। মাতার স্বাস্থ্যের অবনতি জাতকের মানসিক ক্লেশের কারণ হবে। বন্ধুরূপী শত্রু সম্বন্ধে সাবধান থাকা উচিৎ। ধর্মাচরণে মতি থাকবে না। আধ্যাত্মিক উন্নতি লাভের আশাও কম।
জীবিকা – জীবিকা ব্যপারে চিন্তা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে চাপ বৃদ্ধি। চাকরির স্থানে বিবাদ বাড়তে পারে। যতই চাপ বৃদ্ধি হোক, ঋণ না করাই শ্রেয়। শেয়ার কারবারে একটু বাঁধা আসতে পারে।
অর্থ – অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। খরচ বাড়তে পারে তাই সঞ্চয় একটু কম হতে পারে। ব্যবসার ক্ষেত্রে পাওনা অর্থ ব্যাপারে চাপ বাড়তে পারে। চাকুরিজীবীদের বাড়তি অর্থ পাবার আনন্দ।
পরিবার – পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। পিতার সঙ্গে কোনও ছোট কারণে এই বছর বিবাদ বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে সমস্যা মিটে যেতে পারে।
সম্পর্ক – শত্রুর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে। কারণ বছরের মধ্যভাগে বিবাদ বাধার সম্ভাবনা প্রবল। বাইরের কোনও সম্পর্কের ব্যপারে চাপ বাড়তে পারে।
রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ। বালকের মতোই এর কার্যকরিতা এই রাশির ব্যক্তিদের উপর সেই ভাবে প্রতিফলিত হয়। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থিরমনা এবং নরম গরম ভাবযুক্ত। এরা চিন্তাশীল কিন্তু বাচাল। এদের মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। একই সঙ্গে কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। কখনও বিশ্বাস করে তো কখনও সন্দেহ করে। কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। কখনও কুটিল, কখনও সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য। এরা কাজ পাগল। কিন্তু কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সব সময় ঠিক করতে পারে না। আইনি, চিকিৎসা, হিসাব, শিল্পসাহিতা, রেস, জুয়া ইত্যাদিতে তিব্র ঝোঁক থাকে এবং কিছু সাফল্যও অর্জন করে। প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগে, তোষামোদ প্রিয়।
—শ্রী জয়দেব