নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে অতিরিক্ত সময় চেয়ে স্টেট ব্যাঙ্ক যে আর্জি জানিয়েছে, তাকে আদালত অবমাননা হিসাবে গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাল অধিকার রক্ষা সংগঠন এডিআর (অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস)। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বৃহস্পতিবার এডিআর-এর পক্ষে আবেদনটি পেশ করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। বিচারপতিরা সেটি গ্রহণ করেছেন।
প্রশান্ত ভূষণ পরে বলেন, সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ককে গত কাল, অর্থাৎ বুধবারের মধ্যে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। তা না করে ৩০ জুন সময়সীমা চেয়ে স্টেট ব্যাঙ্ক সোমবার যে আবেদন করেছে, ১১ মার্চ তার শুনানি হওয়ার কথা। তাঁদের আদালত অবমাননার আর্জিরও একই সঙ্গে শুনানি হওয়া উচিত। প্রধান বিচারপতি এটি তাঁকে ই-মেলে জানাতে বলেছেন, যাতে তিনি সেই মতো নির্দেশ দিতে পারেন।
এডিআর তাদের একটি রিপোর্টে জানিয়েছে, ২০২২-২৩ সালে ‘অজানা উৎস থেকে আয়’ হিসাবে ঘোষিত সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির মোট আয়ের ৮২ শতাংশের বেশি এই নির্বাচনী বন্ড থেকে এসেছে। অজানা উৎস থেকে আয় হিসাবে ১৮৩২.৮৮ কোটি টাকারমধ্যে নির্বাচনী বন্ড থেকে আয়ের অংশ ছিল ১৫১০ কোটি টাকা।যার পরিমাণ প্রায় ৮২.৪২ শতাংশ। সুপ্রিম কোর্ট আগেই বিজেপি সরকারের আনা এই বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। অধিকার রক্ষা কর্মীরা বরাবর বলে আসছিলেন, এই বন্ডে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)