Advertisement
০৬ মে ২০২৪

ভুয়ো ডিগ্রির জালে আরও জড়াচ্ছে আপ

ডিগ্রি বির্তক যেন পিছু ছাড়ছে না আম আদমি পার্টির! তোমরকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। আর আজই আরও এক আপ বিধায়ক বিশেষ রবির বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি দাখিলের অভিযোগ উঠল। দলেরই প্রাক্তন নেতা রাজেশ গর্গের দাবি, ২০১৩ সালের নির্বাচনের আগে করোলবাগের বিধায়ক বিশেষ রবি নিজেকে স্নাতক বলে দাবি করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:৩০
Share: Save:

ডিগ্রি বির্তক যেন পিছু ছাড়ছে না আম আদমি পার্টির!

তোমরকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। আর আজই আরও এক আপ বিধায়ক বিশেষ রবির বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি দাখিলের অভিযোগ উঠল। দলেরই প্রাক্তন নেতা রাজেশ গর্গের দাবি, ২০১৩ সালের নির্বাচনের আগে করোলবাগের বিধায়ক বিশেষ রবি নিজেকে স্নাতক বলে দাবি করেছিলেন। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে জানা যায়, আদতে তিনি দশম শ্রেণি উত্তীর্ণ। দু’টি ক্ষেত্রে দু’ধরনের তথ্য দেওয়ায় রবির শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখার আবেদন জানাচ্ছেন গর্গ।

দু’দিন আগে জাল সার্টিফিকেট পেশ করার দায়ে ধরা পড়েছিলেন রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমর। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য পেশ করার দায়ে প্রশ্নের মুখে পড়েন দলেরই বিধায়ক সুরেন্দ্র সিংহ। আর আজ অভিযোগের আবর্তে রবি। সূত্রের খবর, তোমর, সুরেন্দ্র বা রবিতেই শেষ নয়, আরও অন্তত ডজন খানেক ভুয়ো ডিগ্রিধারী নেতা রয়েছেন আপ শিবিরে।

আজই তোমরের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সাকেত আদালত। দিল্লি পুলিশের বিশেষ আইনজীবী জানিয়েছেন, তদন্তের স্বার্থে তোমরকে পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে। জামিন দিলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন। আইনজীবীর যুক্তি মেনে নিয়ে তোমরকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে মামলার তদন্তের ভার দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে তারা।

গোটা বিষয়টির সঙ্গে ভুয়ো ডিগ্রি চক্র জড়িয়ে থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না দিল্লি পুলিশ। তোমরের দু’টি সার্টিফিকেটই (বিএসসি এবং এলএলবি) প্রাথমিক ভাবে জাল বলে প্রমাণিত হওয়ায় মামলার শিকড় গভীরে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। আজও তোমরকে নিয়ে যাওয়া হয় অযোধ্যার কে এস সাকেত কলেজে। তোমরের দাবি, এই কলেজ থেকেই বিএসসি পাশ করেছিলেন তিনি। প্রাক্তন আইনমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে কলেজের অধ্যক্ষ সুরেন্দ্র দুবে অবশ্য জানিয়েছেন, ‘‘ওই নামে কোনও ছাত্রই ছিল না তাঁদের কলেজে। তাই তাঁর নামে মার্কশিট দেওয়ার প্রশ্নও উঠছে না।’’

শুধু ডিগ্রি বির্তক নয়, দলের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়েও নাজেহাল আপ। গত কাল সোমনাথ ভারতীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী। আর আজ তিনি দাবি করেছেন, অন্তঃসত্ত্বা থাকার সময় তাঁর দিকে কুকুর পর্যন্ত লেলিয়ে দিয়েছিলেন সোমনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE