Advertisement
০২ মে ২০২৪
দুই রাজ্যে ভোট

হুমকি অগ্রাহ্য করে ফের লম্বা লাইন

বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে বুথ। তাতেও দমে যাননি ১২০ বছরের আলম দিন। পুঞ্চ জেলার সালতোরির এই বর্ষীয়ান বাসিন্দাকে নিজের পিঠে চাপিয়ে বুথে নিয়ে এসেছেন তাঁর ছেলেই। এতটা রাস্তা, কষ্ট হল না? ছেলের উত্তর, “আজ আবহাওয়া চমৎকার। বরফ পড়লে হয়তো অসুবিধা হতো। কিন্তু আমাদের কপাল ভাল বলতে হবে।” একই রকম ভাবে করমরার এক বুথে দেখা গেল ১০৭ বছরের এক বৃদ্ধাকে।

ভোট দেওয়ার পর। জম্মু-কাশ্মীরের উধমপুরে। মঙ্গলবার। ছবি: পিটিআই

ভোট দেওয়ার পর। জম্মু-কাশ্মীরের উধমপুরে। মঙ্গলবার। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর ও রাঁচি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০৩:১৮
Share: Save:

বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে বুথ। তাতেও দমে যাননি ১২০ বছরের আলম দিন। পুঞ্চ জেলার সালতোরির এই বর্ষীয়ান বাসিন্দাকে নিজের পিঠে চাপিয়ে বুথে নিয়ে এসেছেন তাঁর ছেলেই। এতটা রাস্তা, কষ্ট হল না? ছেলের উত্তর, “আজ আবহাওয়া চমৎকার। বরফ পড়লে হয়তো অসুবিধা হতো। কিন্তু আমাদের কপাল ভাল বলতে হবে।” একই রকম ভাবে করমরার এক বুথে দেখা গেল ১০৭ বছরের এক বৃদ্ধাকে। নাতি মহম্মদ রশিদ ও তিন বন্ধু মিলে বৃদ্ধাকে নিয়ে এসেছেন ভোট দেওয়াতে। বিচ্ছিন্নতাবাদীদের নানা হুমকি অগ্রাহ্য করে দ্বিতীয় দফাতেও গোটা কাশ্মীর দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। কমিশন অফিস সূত্রে জানানো হয়েছে, আজ জম্মু-কাশ্মীরের পাঁচটি জেলার মোট ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৭২ শতাংশ।

প্রথম দফার মতোই শান্তিপূণর্র্ ভাবে মিটেছে ঝাড়খণ্ডের নির্বাচনও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পি কে জাজোরিয়া জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০টি বিধানসভা কেন্দ্রে ৬৫ শতাংশ ভোট পড়েছে। মাওবাদী অধ্যুষিত পশ্চিম সিংভূমে ভোট পড়েছে ৭০ শতাংশ।

ভোটের লাইনে। জামশেদপুরের একটি বুথে। মঙ্গলবার পার্থ চক্রবর্তীর তোলা ছবি।

দুই রাজ্যেই শান্তিপূর্ণ এবং অবাধ ভোট নিশ্চিত করতে তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী। ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়গায় জওয়ানেরা গ্রামবাসীদের বুথে নিয়ে যান বলে জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, রাঁচির তামাড়ের জপনো এলাকার একটি বুথে মাত্র একটিই ভোট পড়েছে। অন্য ভোটারেরা কেন ভোট দিতে আসেননি, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও কমিশন সূত্রে জানানো হয়েছে। এলাকায় মাওবাদীদের চোখরাঙানি আছে। ওই বুথে অন্য ভোটারদের না-আসার কারণ সেটাই কি না, যাচাই করা হচ্ছে। কাশ্মীরের কুপওয়ারায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় এ দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জঙ্গির। মৃত্যু হয়েছে এক জন জওয়ানেরও। সেনাবাহিনী সূত্রের খবর, এখনও জঙ্গিরা গা-ঢাকা দিয়ে ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। জবাব দিচ্ছে সেনাও। আরও ক’জন জঙ্গি লুকিয়ে রয়েছে বা তাদের কাছে কত অস্ত্র আছে তা এখনও পরিষ্কার নয়। তবে নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটি এ কে ৪৭ রাইফেল এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে। কোনও অবস্থাতেই যাতে এই দুই রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বিভিন্ন এলাকায় দফায় দফায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলেও সেনা সূত্রে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE