Advertisement
০৪ মে ২০২৪

যাত্রী ট্রেনের দাবিতে বিক্ষোভ

নির্দিষ্ট সময়ের মধ্যে শিলচর-লামডিং ব্রডগেজ লাইনে যাত্রিবাহী ট্রেন চালু না হওয়ার প্রতিবাদে আজ রেলের আঞ্চলিক ম্যানেজারের কার্যালয়ে ধর্নায় বসল শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সমিতি।

ব্রডগেজে যাত্রিবাহী ট্রেনের দাবিতে বিক্ষোভ। বুধবার বদরপুরে। ছবি: উত্তম মুহরী।

ব্রডগেজে যাত্রিবাহী ট্রেনের দাবিতে বিক্ষোভ। বুধবার বদরপুরে। ছবি: উত্তম মুহরী।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০৪:১৬
Share: Save:

নির্দিষ্ট সময়ের মধ্যে শিলচর-লামডিং ব্রডগেজ লাইনে যাত্রিবাহী ট্রেন চালু না হওয়ার প্রতিবাদে আজ রেলের আঞ্চলিক ম্যানেজারের কার্যালয়ে ধর্নায় বসল শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সমিতি। এ দিন ব্রডগেজ রূপায়ণ সমিতির সদস্যরা বদরপুরের নবীনচন্দ্র কলেজ থেকে মিছিল করে আঞ্চলিক ম্যানেজারের কার্যালয়ে যান। সেখানে তাঁরা বক্তব্য তুলে ধরেন। সকলেই বলেন— গত এপ্রিল মাসে যাত্রী ট্রেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন টালবাহানায় ট্রেন চালু করা হচ্ছে না। এ সবের পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। তাঁরা অভিযোগ করেন, শিলচর-লামডিং লাইনের মাত্র ১৮-২০ কিলোমিটার অংশ খারাপ রয়েছে। সেই জায়গায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে চালানো যেত। কিন্তু বরাকের জনতার সমস্যাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক স্বার্থে কাজ করা হচ্ছে। শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সমিতির আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য বলেন, ‘‘সিআরএফ ট্রেন লাইন পরিদর্শন করে গেছে। কিন্তু যে রিপোর্ট রেল বোর্ডের কাছে দাখিল করা হয়েছে, সেটি প্রকাশ করা হচ্ছে না। অথচ শিলচর-লামডিং সম্প্রসারিত ব্রডগেজ লাইনে পরীক্ষামূলক ভাবে অনেক ট্রেন চলছে। কোথাও তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি।’’ তাঁর বক্তব্য, বরাক উপত্যকা-সহ ও ত্রিপুরায় দু’টি মাধ্যমেই যাতায়াত ছিল। একটি ট্রেন, অন্যটি সড়ক। কিন্তু এই এলাকায় রাস্তার অবস্থা ভালো নয়। জাতীয় সড়কে বড় বড় গর্ত। রাজ্য সরকার বরাকের সমস্যার দিকে নজর দিচ্ছে না। বরাকবাসী জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে অনেক আন্দোলন করেছেন। ব্রডগেজ রূপায়ণের জন্য আন্দোলন করতে হয়েছিল বিভিন্ন সংগঠনকেও। ব্রডগেজের কাজ শেষ হয়েছে। কিন্তু যাত্রী ট্রেন চলছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train agitatio Karimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE