Advertisement
১৬ মে ২০২৪

তোপ দেগে স্বীকৃতি সেই রাহুলকেই

বৈঠকের শেষে রাহুলের নাম না করলেও প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিরোধীরা আসলে সব সময়ে ক্ষমতার সাধনা করে এসেছেন। তাই ক্ষমতা চলে যাওয়ায় খেই হারিয়ে কড়া শব্দে সরকারকে নিশানা করছেন। অথচ তাঁদের আক্রমণে কোনও স্পষ্ট অভিযোগ নেই।’’

সওয়ার: রাহুলের গরুর গাড়ি নিয়েও কটাক্ষ বিজেপির। পিটিআই

সওয়ার: রাহুলের গরুর গাড়ি নিয়েও কটাক্ষ বিজেপির। পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৪৭
Share: Save:

বিদেশের মাটিতে তাক লাগিয়ে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেও যখন দাপিয়ে বেড়াচ্ছেন রাহুল গাঁধী, সেই সময় তাঁকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে স্বীকৃতি দিতে হল নরেন্দ্র মোদী-অমিত শাহকে।

প্রায় দু’হাজার নেতাকে নিয়ে দিল্লিতে বিজেপির কর্মসমিতির বৈঠকের শুরুতেই অমিত শাহ সরাসরি বিঁধলেন রাহুলকে। বললেন, ‘‘প্রধানমন্ত্রী যখন বিশ্বে ভারতের সম্মান বাড়াচ্ছেন, রাহুল গাঁধী দেশের সাফল্য খাটো করে দেখাচ্ছেন। বলছেন, গোটা ভারতই নাকি পরিবারতন্ত্রে চলে। অথচ কংগ্রেস জমানায় দুর্নীতি, তোষণের রাজনীতি, গরিবকে আরও গরিব করে রাখা নিয়ে জবাব দিচ্ছেন না রাহুল।’’ বৈঠকের শেষে রাহুলের নাম না করলেও প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিরোধীরা আসলে সব সময়ে ক্ষমতার সাধনা করে এসেছেন। তাই ক্ষমতা চলে যাওয়ায় খেই হারিয়ে কড়া শব্দে সরকারকে নিশানা করছেন। অথচ তাঁদের আক্রমণে কোনও স্পষ্ট অভিযোগ নেই।’’

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, রাহুলকে কি ‘বিপদ’ হিসেবে দেখছেন মোদী-শাহ?

এই প্রশ্নে কিছুটা থতমত খেয়ে মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘রাজনৈতিক প্রতিযোগিতায় রাহুলকে স্বাগত। তিনি যত বেশি রাজনীতিতে সক্রিয় থাকবেন, ততই সকলের জন্য মঙ্গল।’’ কিন্তু বিজেপি নেতারা স্বীকার করছেন, এর আগের বৈঠকে কখনও রাহুলকে এ ভাবে দলের শীর্ষ স্তর থেকে সরাসরি আক্রমণ করা হয়নি। আজ যে ভাবে প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি রাহুলকে নিশানা করলেন, তাতে স্পষ্ট রাহুল ভয় ধরিয়েছেন শাসক শিবিরে।

গুজরাতে তিন দিনের সফর শুরু করে রাহুল আজ নোট বাতিল ও জিএসটিতে মানুষের সমস্যার তুলে ধরে মোদীকে নিশানা করেছেন। দ্বারকাধীশ মন্দিরে পুজো সেরে রোড শো শুরু করেন রাহুল। গুজরাতে কৃষি ঋণ পুরোপুরি মকুবের দাবি তোলেন তিনি। দ্বারকা-জামনগরের পথে গরুর গাড়িতেও চড়েন রাহুল। গরুর গাড়িতে চ়ড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ব্যঙ্গ বিদ্রুপ করেন মোদীভক্ত বলে পরিচিত অনেকে। গরুর গাড়িতে চাপা নিয়ে আপত্তিও করেন অনেকে। জবাবে আবার কংগ্রেসিরা একটি পুরনো ছবি প্রকাশ করেছেন। তাদের দাবি, ওই ছবিতে গরুর গাড়িতে চড়তে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE