Advertisement
৩০ এপ্রিল ২০২৪

রুমির জন্য নির্দেশ কোর্টের

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের বক্তব্য আদালতকে জানাবেন গুয়াহাটি জেলে বন্দি বড়খলার বিধায়ক রুমি নাথ। ২৬ জুন তাঁর বক্তব্য গ্রহণ করবে করিমগঞ্জের এসিজেএমের আদালত। আজ করিমগঞ্জের এসিজেএম শাহ সৈয়দ আহাদুর রহমান প্রশাসনকে ওই নির্দেশ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০৩:৩০
Share: Save:

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের বক্তব্য আদালতকে জানাবেন গুয়াহাটি জেলে বন্দি বড়খলার বিধায়ক রুমি নাথ। ২৬ জুন তাঁর বক্তব্য গ্রহণ করবে করিমগঞ্জের এসিজেএমের আদালত। আজ করিমগঞ্জের এসিজেএম শাহ সৈয়দ আহাদুর রহমান প্রশাসনকে ওই নির্দেশ দিয়েছেন। এ কথা জানান সরকারি আইনজীবী পরিতোষ দাস।

মারপিটের একটি মামলায় বিধায়কের জবানবন্দি নেওয়ার জন্য তাঁকে করিমগঞ্জের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিধায়ক রুমিদেবী অন্তসত্ত্বা থাকায় গাড়ি চড়ে এত দূর সফর করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। এ দিন তাই আদালতে হাজির হতে পারেননি বিধায়ক। এক পরই ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে তার জবানবন্দি গ্রহণ করার নির্দেশ জারি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE