মালাকপেটের জনসভায় ভাষণ দিচ্ছেন আসাদউদ্দিন ওয়াইসি।
আরও পড়ুন: রাজনীতি আসলে হাজার সম্ভাবনার মিশেল, বোঝাচ্ছে তেলঙ্গানা
উত্তরপ্রদেশের দাদরিতে মহম্মদ আখলাকের হত্যার ঘটনা দিয়ে শুরু করলেন। তার পর জুনেইদ খুন। তিন তালাক নিয়ে আদালতের রায় সম্পর্কিত মন্তব্য করেই সরাসরি চলে এলেন নরেন্দ্র মোদীর সমালোচনায়। গোটা সভাতেই তাঁকে ‘মোডি’ বলে উচ্চারণ করলেন। এর পর বিজেপি, কংগ্রেস থেকে রাহুল গাঁধী, চন্দ্রবাবু নায়ডু থেকে টিডিপি— ছাড়লেন না কাউকে। চাঁচাছোলা উর্দুতে সেই শানানো বক্তব্য যখন রাখছেন আসাদউদ্দিন, আশপাশের জনতার মুখ তখন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। গোটা তেলঙ্গানা যখন তাঁর দলকে এমআইএম বলে উল্লেখ করে, এমনকি তাঁর দলের সদস্যরাও, আসাদ কিন্তু প্রতি বারই পুরো নামটাই উচ্চারণ করছেন, ‘মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন’। এবং সেটা প্রায় প্রতিটি বাক্যেই। চোখটা মাঝে মাঝে বুজে রাখছেন। ঘাড় ঘোরানোর সময় বোঝা যায়, কারও দিকে তাকিয়ে কথা বলেন না আসাদউদ্দিন। দৃষ্টি ভাসিয়ে রাখেন আসলে জনতার মধ্যে। টান টান ভাষণে প্রতিটা মুহূর্তেই তাঁর গলা আরও চড়া হচ্ছে। হাত নাড়ছেন ভীষণ সচেতন ভাবে।
টানা অনেকটা বলার পর এক বার ঘড়ি দেখলেন আসাদউদ্দিন। সামনের জনতা উত্তেজনায় তখন প্রায় ফুটছে। বোঝা গেল, কেন পুরনো হায়দরাবাদের সব গলি, মহল্লা, দোকান, বাজার বলে, ‘আসাদভাই হামারা হিরো হ্যায়’। কেন বলে, ‘এমআইএম জিতছেই’। কেন পুরনো হায়দরাবাদের সাতটা আসনে আগের বারের মতো ‘মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ই জিতবে বলে আশা করে।
ভাষণ যখন একেবারেই চড়ায়, হঠাৎ করেই আসাদউদ্দিন বললেন, ‘‘খোদা হাফিজ।’’ মোবাইলে দেখা গেল, ন’টা ঊনষাট! এতটাই মাপা!
বক্তব্য শেষ করেই মঞ্চ থেকে লাফিয়ে নেমে এলেন পঞ্চাশ ছুঁইছুঁই আসাদউদ্দিন। ভিড়টা এগিয়ে আসছে তাঁর দিকে। তার মধ্যেই কোনও রকমে ধাক্কাধাক্কি করতে করতে পৌঁছনো গেল একেবারে কাছে। আতরের সুবাস ওই ভিড়েও বেশ স্পষ্ট। ভিড় কাটিয়ে যে মিনিট চারেক লাগল তাঁর বাইকের কাছে পৌঁছতে, তার মধ্যেই কয়েকটা প্রশ্ন করা গেল। কী হবে রাজ্যের ফল? ‘‘গাড়ি চলতে রহেঙ্গে। ইঞ্জিন হম বনেঙ্গে।’’ মনে পড়ল, তেলঙ্গানা রাষ্ট্র সমিতিরি প্রতীক সাদা অ্যাম্বাসাডর গাড়ি। পরের প্রশ্ন করা গেল, কংগ্রেস তো ধর্মনিরপেক্ষ দল। তার উপরে এত রাগ কেন? চশমার ভিতর দিয়ে ওই ভিড়ের মধ্যেই তিনি যে ভাবে তাকালেন, তাতে স্পষ্ট, প্রশ্নটা না পসন্দ। সঙ্গে সঙ্গে ছুড়ে দিলাম পরের প্রশ্ন। আপনার এই এককাট্টা বক্তব্য কোথাও বিজেপিকে সুবিধা করে দেয় না? কংগ্রেস তো বলে, আপনি বিজেপির বি-টিম। পাল্টা প্রশ্ন এল, ক’দিন আছেন হায়দরাবাদে? জবাব শুনে বললেন, ‘‘কাল সকালে ফোন করবেন, কথা হবে।’’
তত ক্ষণে বাইকের কাছে পৌঁছে গিয়েছেন আসাদউদ্দিন। বাঁ পা মাটিতে রেখে ডান পা উঁচু করে বাইকে বসতে বসতেই বললেন, ‘‘চলো সিরাজ।’’
ভিড়টা তাঁকে ছাড়তে চাইছে না। তাঁর মধ্যেই পুরো পিকআপে সজোর গোঙানি তুলে বেরিয়ে গেল একক কনভয়ের একমাত্র বাইক।
ছবি: আসাদউদ্দিনের ফেসবুক পেজ থেকে নেওয়া।