Advertisement
০৩ মে ২০২৪

সিএসআর নিয়ে বিল

কোনও শিল্পসংস্থা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করলে, যাতে ওই অর্থ সংস্থাটির সিএসআর-এর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) আওতায় আসে, সে জন্য বেশ কিছু দিন ধরেই দরবার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এ বিষয়ে একটি প্রাইভেট মেম্বার বিল আনতে চলেছে তৃণমূল।

মুখ্যমন্ত্রীর নজর দেওয়ার পরই জল সমস্যা নিয়ে নড়ে বসেছে পুর প্রশাসন। —ফাইলচিত্র।

মুখ্যমন্ত্রীর নজর দেওয়ার পরই জল সমস্যা নিয়ে নড়ে বসেছে পুর প্রশাসন। —ফাইলচিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০৩:৪৫
Share: Save:

কোনও শিল্পসংস্থা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করলে, যাতে ওই অর্থ সংস্থাটির সিএসআর-এর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) আওতায় আসে, সে জন্য বেশ কিছু দিন ধরেই দরবার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এ বিষয়ে একটি প্রাইভেট মেম্বার বিল আনতে চলেছে তৃণমূল।
কোম্পানি আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিল্পসংস্থা টাকা দিলে তা সিএসআর–এর আওতায় পড়ে। মমতা চাইছেন, সংস্থাগুলিকে বাধ্যতামূলক ভাবে যে টাকা ত্রাণে দিতে হয়, তার ভাগ পাক রাজ্যগুলিও। আইন অনুযায়ী, কোনও সংস্থার লভ্যাংশের ২ শতাংশ প্রতি বছর সামাজিক দায়বদ্ধতার কারণে খরচ করতে হয়। তৃণমূল সূত্রের বক্তব্য, এর পুরোটাই চলে যায় কেন্দ্রীয় প্রকল্পগুলির তহবিলে। রাজ্যও যাতে এই অর্থের ভাগ পায়, তার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা। সংসদে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদেরা। এ বার প্রাইভেট মেম্বার বিল আনা হচ্ছে। তৃণমূলের এক সাংসদের বক্তব্য, এই দাবিতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও (যার মধ্যে রয়েছেন নবীন পট্টনায়কও) তৃণমূলের সঙ্গে রয়েছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corporate Social Responsibility Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE