Advertisement
০৩ মে ২০২৪

অস্বস্তিতে বিজেপি

সরকারের তরফে নয়, নিজে নিজেই নতুন জোট সরকারকে একশো দিনের কাজের নম্বর দিলেন বিজেপি সাংসদ আর পি শর্মা।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৬
Share: Save:

সরকারের তরফে নয়, নিজে নিজেই নতুন জোট সরকারকে একশো দিনের কাজের নম্বর দিলেন বিজেপি সাংসদ আর পি শর্মা। তাঁর ঘোষণা, ‘‘গত তিন মাসের কাজের খতিয়ানে সফল মন্ত্রী শুধু তিনজন! মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বনমন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম, অর্থ-স্বাস্থ্য-শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বাকিদের তেমন উল্লেখযোগ্য সাফল্য নেই।’’ মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর পরামর্শ, ব্রহ্মপুত্র অতিথিশালায় না থেকে তাঁর মন্ত্রী আবাসেই থাকা উচিত। তা না হলে আমজনতা তাঁর সঙ্গে দেখা করতে পারছে না।

এরই পাশাপাশি, নাগাল্যান্ডের হাত থেকে সব বিতর্কিত জমি, এমনকী ডিমাপুরও ছিনিয়ে নিতে বলেন শর্মা। তাঁর দাবি, অসম সরকার অতীতে ডিমাপুর লিজ হিসেবে নাগাল্যান্ডের হাতে তুলে দিয়েছিল। এখন, প্রয়োজন হলে বলপ্রয়োগ করে তা ছিনিয়ে নেওয়া উচিত। নাগা শান্তিচুক্তির শর্ত হিসেবে এনএসসিএন (আই এম) যখন নাগা অধ্যূষিত এলাকাগুলি দখল করতে চাইছে, তখনই অসমের বিজেপি সাংসদের এমন দাবি বিতর্ক বাড়াবেই। পরিস্থিতি সামলাতে বিজেপির তরফে তড়িঘড়ি জানিয়ে দেওয়া হয়েছে: শর্মা যা বলেছেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। দলের নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Assam Development Embarrassing situation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE